Varun Chakaravarthy in ODI squad: ইংল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে দলে যোগ দিলেন স্পিনার বরুণ চক্রবর্তী। এমনটাই জানিয়েছেন দলের সহ-অধিনায়ক শুভমান গিল। সম্প্রতি ৫ ম্যাচের টি২০ সিরিজে খেলেছেন বরুণ। সেখান থেকেই তাঁকে ভারতীয় একদিনের দলে বেছে নেওয়া হল। টি২০ সিরিজে ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে। সেই দল থেকেই বরুণকে নেওয়া হল বলে শুভমান গিল জানিয়েছেন। বৃহস্পতিবার নাগপুরে শুরু হবে ৩ ম্যাচের ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। সেই দলের সদস্যদের সঙ্গে বরুণকে অনুশীলন করতেও দেখা গেছে।
দুবাইয়ে দুই সপ্তাহের মধ্যেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে, ৩৩ বছর বয়সি বরুণ প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন। তিনি প্রথম একাদশেও থাকতে পারেন বলেই শোনা যাচ্ছে। সেটা হলে, নাগপুরেই হবে একদিনের ক্রিকেটে বরুণের অভিষেক। মঙ্গলবার, জামথার ভিসিএ স্টেডিয়ামে অনুশীলনের সময় ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে এক ঘণ্টারও বেশি বল করতে দেখা গেছে বরুণকে।
সাম্প্রতিক ৫ ম্যাচের টি২০ সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তীকে বেছে নেওয়া হয়েছিল। সিরিজ টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জিতেছে। সিরিজে তামিলনাড়ুর এই স্পিনার ১৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে আছে এক ম্যাচে ৫ উইকেট। যা দ্বিপাক্ষিক টি২০ সিরিজে ভারতীয় বোলারদের সর্বোচ্চ স্কোর।
মাত্র ২৩টি এ তালিকাভুক্ত ৫০ ওভারের ম্যাচ খেলে বরুণ ৫৯ উইকেট নিয়েছেন। সদ্যসমাপ্ত ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতে স্পিনারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি, ১৮টি উইকেট নিয়েছেন। তার মধ্যে এক ম্যাচে ৯ রানে ৫ উইকেটও নিয়েছেন। ভারত প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চার স্পিনারকে নিয়েছিল। সেক্ষেত্রে বরুণ দলে ঢুকলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর বা কুলদীপ যাদবের মধ্যে বাদ পড়েন কি না, সেটাই দেখার। যাই হোক, ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা হওয়ার কথা।
বরুণের রাজ্য দলের খেলোয়াড় তথা প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি বরুণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণকে নেওয়ার দাবি তুলেছেন। এই ব্যাপারে অশ্বিন বলেছেন, 'আমরা সবাই ভাবছি, বরুণের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা উচিত। ওঁকে নেওয়ার এখনও সুযোগ আছে। কারণ, সব দলই অস্থায়ী স্কোয়াড ঘোষণা করেছে।' অশ্বিন বলেন, 'বর্তমান স্কোয়াডে যদি একজন পেসার বাদ পড়ে এবং বরুণ ঢোকে, তাহলে একজন অতিরিক্ত স্পিনার (মোট ৫ জন) থাকবে। আমি জানি না, বরুণকে দলে নেওয়ার জন্য নির্বাচকরা কাকে বাদ দেবেন। আমরা অপেক্ষা করব, দেখব।'
অশ্বিন বলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বরুণ চক্রবর্তীকে পরখ করা যেতে পারে। এই দলটিও ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফি দলের মতই। এই ব্যাপারে অশ্বিন বলেন, 'আমার মনে হয়, বরুণ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পেতে পারে। আমার মনে হয় না ওঁকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে।'
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরে দলের গন্ডগোল ড্রেসিংরুমের দরজার বাইরে থেকে শোনা গেল কীভাবে, ধরে ফেললেন গম্ভীর
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।