সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরিতে বোর্ডে ফুলস্টপ পড়ে গেল মঙ্গলবার। বোর্ডের এজিএম-এর পর। বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেলেন তিনি একধাক্কায়। নতুন প্যানেল মোটামুটি চূড়ান্তই ছিল। বৈঠকের পর সেই প্যানেলে আনুষ্ঠানিক শিলমোহর পড়ে গেল।
বোর্ডে সৌরভ প্রাক্তন হয়ে ওঠার দিনেই বিসিসিআইয়ের ক্ষমতার প্ৰথম অলিন্দে ঢুকে পড়লেন বঙ্গ ক্রিকেটের অন্য প্রশাসক, অভিষেক ডালমিয়া। আইপিএলের গভর্নিং কাউন্সিলের মেম্বার হচ্ছেন তিনি। আইপিএলের নতুন চেয়ারম্যান অরুণ সিং ধুমল। আর অভিষেক ডালমিয়া বোর্ডের প্রতিনিধি হয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন।
আরও পড়ুন: মমতার কথায় কান-ই দিল না জয় শাহের BCCI! সৌরভকে ছেঁটে ফেলে কড়া বার্তা বোর্ডের
জগমোহন ডালমিয়ার পুত্র ক্রিকেট মহলে পরিচিত মিকি নামে। ক্রিকেট প্রশাসন যেন রক্তে। পিতা জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর অভিষেক ২০১৫-য় সিএবির প্রশাসনে নাম লেখান। সচিব পদে দায়িত্ব সামলেছেন ২০১৯ পর্যন্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় যে সময় টানা চার বছর সিএবির প্রেসিডেন্ট।
সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পরে সিএবির ফেলে আসা প্রেসিডেন্টের চেয়ারে বসেন অভিষেক। দারুণভাবে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন। নর্থ ইস্টের ক্রিকেট কমিটি উন্নয়নেও জড়িত ছিলেন। এবার আরও বড় পরিসরে বাংলার ক্রিকেট প্রশাসক ঢুকে পড়লেন বোর্ডের অন্দরমহলে।
আরও পড়ুন: মাথা নিচু করে ছাড়তে হচ্ছে BCCI! বিদায়েও সৌজন্য ভুললেন না মহারাজ
বোর্ডের নতুন টিম:
প্রেসিডেন্ট- রজার বিনি
ভাইস প্রেসিডেন্ট- রাজীব শুক্লা
সচিব- জয় শাহ
যুগ্ম সচিব- দেবজিত সাইকিয়া
কোষাধ্যক্ষ- আশিস সেহলার
আইপিএল চেয়ারম্যান- অরুণ ধুমল
আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার- অভিষেক ডালমিয়া
এপেক্স কাউন্সিলের মেম্বার- খায়রুল জামান মজুমদার