Advertisment

গোলাপি টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে সিএবি

নিয়ম অনুযায়ী ম্য়াচে যদি একটি বলও হয়ে থাকে তাহলেও টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম লাগু হবে না। কারণ চতুর্থ ও পঞ্চম দিনে কোনও খেলাই হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
CAB to refund tickets bought for Days 4 and 5

গোলাপি টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে সিএবি

ভারতে অনুষ্ঠিত প্রথম দিন-রাতের টেস্ট পাঁচ দিনের পরিবর্তে প্রায় আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু অনেকের কাছেই রয়ে গিয়েছে ইডেন টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট। এবার তাঁদের জন্য় সুখবর। সোমবার সিএবি জানিয়ে দিল যে, টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই-এর।

Advertisment

সিএবি বিবৃতি মারফত জানিয়েছে, “ চতুর্থ ও পঞ্চম দিনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে। যারা অনলাইনে শুধু এই দু'দিনের জন্য় টিকিট কিনেছে তাদের কাছে মেসেজ পৌঁছে যাবে।" যাঁরা অফলাইনে টিকিট কিনেছেন তাঁদের টাকাও ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও করেছে সিএবি। মঙ্গলবার অফিস খোলার পরেই এ ব্য়াপারে সিএবি কাজ কর্ম শুরু করে দেবে।

আরও পড়ুন-‘ক’টা লাগবে বলুন? ৫০-এর টা ১,০০০ টাকা নেব’

সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলছেন, “সিএবি সব সময় ক্রিকেটপ্রেমী মানুষদের সবরকমের সুযোগ সুবিধা দিয়েই পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবারও তার ব্য়তিক্রম হবে না। যেহেতু শেষ দু'দিন খেলা হয়নি ফলে এটা আমাদের নৈতিক কর্তব্য়ের মধ্য়ে পড়ে সেই দিনগুলোর টিকিটের টাকা ফেরত দেওয়া।” সিএব সচিব সেই সব মানুষকেও এদিন ধন্য়বাদ জানিয়েছেন, যাঁরা ম্য়াচের আর সেঅর্থে কিছু অবশিষ্ট নেই জেনেও গত রবিবার ইডেন ভরিয়েছিলেন।

নিয়ম অনুযায়ী ম্য়াচে যদি একটি বলও হয়ে থাকে তাহলেও টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম লাগু হবে না। কারণ চতুর্থ ও পঞ্চম দিনে কোনও খেলাই হয়নি। ৫০, ১০০ ও ১৫০ টাকাই টিকিটের দাম রাখা হয়েছিল এই টেস্টে।

Cricket Association Of Bengal Sourav Ganguly Eden Gardens
Advertisment