Cyclone Dana: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) বুধবার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র সেক্রেটারি জয় শাহকে চিঠি লিখে ২৬ অক্টোবর নির্ধারিত সিনিয়র বেঙ্গল টিম এবং বেঙ্গল অনূর্ধ্ব-২৩ দলের হোম ম্যাচগুলো পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। সিএবির আশঙ্কা, ঘূর্ণিঝড়ের জন্য ২৬ এবং ২৭ অক্টোবরের ম্যাচগুলো ক্ষতিগ্রস্ত হবে।
সিএবি (CAB) তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 'ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বিসিসিআই (BCCI)-এর সচিব জয় শাহকে চিঠি পাঠিয়েছে, যাতে ২৬ এবং ২৭ অক্টোবর সিনিয়র বেঙ্গল এবং বেঙ্গল অনূর্ধ্ব-২৩ দলের হোম ম্যাচগুলো কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। কারণ, ঘূর্ণিঝড়ে গোটা শহর প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।'
বুধবার, দানা উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ায় কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালের দিকে, এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনটাই আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন। তাঁরা বলেছেন, 'ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। অবস্থান করতে পারে পুরী এবং সাগর দ্বীপের মধ্যে।'
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন জেলাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উপকূলীয় অঞ্চল। এছাড়াও ক্ষতিগ্রস্ত হতে পারে পার্শ্ববর্তী জেলাগুলো। যেমন- পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হুগলি।
আরও পড়ুন- পুনে টেস্ট-এ কারা প্রথম একাদশে? আবহাওয়া আর পিচই দেখাবে কেরামতি
পশ্চিমবঙ্গ সরকার ঝড়ের প্রভাবের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। রাজ্যের আটটি জেলার স্কুল ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এবার সেসব দেখেই শাহকে চিঠি দিয়েছে সিএবি। কারণ বেঙ্গল সিনিয়র দল শনিবার সল্টলেকে জেইউ ২য় ক্যাম্পাস গ্রাউন্ডে, রঞ্জি ম্যাচে কেরলের মুখোমুখি হবে। আর, বেঙ্গল অনূর্ধ্ব-২৩ টিম রবিবার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে রেলওয়ের বিরুদ্ধে মাঠে নামবে।