IND vs NZ 2nd Test Weather: বেঙ্গালুরুতে ১ম টেস্টে ভারতকে চমকে দেওয়ার পর, কিউইরা ফেভারিট হিসেবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নামবে। নিউজিল্যান্ডের বোলাররা প্রথম টেস্ট-এর প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং লাইনকে ৪৬ রানে প্যাভিলিয়নে পাঠিয়েছিল। বেঙ্গালুরুর সেই বিভীষিকা যাতে পুনেতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে মরিয়া টিম ইন্ডিয়া।
প্রথম টেস্ট-এর দ্বিতীয় ইনিংসে যদিও ভারতের কিছুটা হলেও মুখরক্ষা হয়েছে। রোহিত শর্মা ৫২ করেছেন। বিরাট কোহলি ৭০ রান করেছেন। সরফরাজ খান করেছেন ১৫০ রান। ঋষভ পন্থ ৯৯ করেছেন। এসবের দৌলতে ভারত দ্বিতীয় ইনিংস শেষে মাত্র ১০৭ রানের লিড রেখেছিল। কিন্তু, সেসব পুরোনো কথা। সবার এখন চিন্তা পুনে টেস্ট নিয়ে।
সম্ভাব্য একাদশ:-
ভারত: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর/কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ/আকাশ দীপ
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, টিম সাউদি, ম্যাট হেনরি, উইল ও’রকে, আজাজ প্যাটেল
যে খেলোয়াড়ের জন্য সতর্ক থাকতে হবে: পুনের শুকনো আবহাওয়া কিউইদের জন্য সহায়ক। প্রিমিয়াম স্পিনার আজাজ প্যাটেল ভেলকি দেখাবেন। ভারতের বিরুদ্ধে তিনি ২০২১ সালে ওয়াংখেড়েতে ১০ উইকেট নিয়েছিলেন।
আবহাওয়ার রিপোর্ট: AccuWeather অনুসারে, পুনের অবস্থা আংশিক মেঘলা এবং আংশিক রোদ থাকবে। ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পিচ রিপোর্ট: যদি বৃষ্টি না হয়, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ শুকনো থাকবে। পেসারদের চেয়ে স্পিনারদের বেশি সহায়ক হবে।
আরও পড়ুন- বুমরাকে সামলাতে হিমশিম! ছক কষে নেটে বিশেষজ্ঞকে ডাক নিউজিল্যান্ডের
স্কোয়াড:
ভারতীয় স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আকাশ দীপ, ধ্রুব জুরেল
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, টিম সাউদি, আজাজ প্যাটেল, উইলিয়াম ওউরকে, কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি