MS Dhoni’s Special Gift: Ashwin’s 100th Test Wish Turns Into a CSK Reunion!: নিজের শততম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত থেকে পুরস্কার নিতে চেয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু, তিনি অশ্বিনকে পুরস্কার দিতে মাঠে আসেননি। এমন বিস্ময়কর প্রসঙ্গ তুলে আইপিএল ২০২৫ এর আগে নতুন জল্পনার জন্ম দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত অস্ট্রেলিয়া সফরে তিনি আচমকাই তাঁর টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ চলাকালীন তাঁর এই হঠাৎ অবসর ঘোষণায় তৈরি হয়েছে বিরাট জল্পনা। যা জিইয়ে রেখেই মুখ খুলেছিল অশ্বিনের পরিবার। এবার ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলে এক নতুন জল্পনার জন্ম দিলেন এই ক্রিকেটার।
চেন্নাইয়ে এক অনুষ্ঠানে অশ্বিন বলেন, 'আমি ধোনিকে বলেছিলাম, ও যেন আমার শততম টেস্টে উপস্থিত থাকে এবং আমার হাতে স্মারক তুলে দেয়। কিন্তু ও আসতে পারেনি। পরে অবশ্য আমি বুঝতে পারলাম, ধোনি আমাকে তারচেয়েও বড় উপহার দিয়েছে– আমাকে আবার সিএসকে (CSK)-তে ফিরিয়ে এনে!'
পুরনো ক্লাবে ফিরে অশ্বিনের অনুভূতি
২০০৮ সালে সিএসকের হয়ে আইপিএল শুরু করা অশ্বিন ২০১৫ সালের পর আবার ফিরে এসেছেন তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে। এই সময়কালে তিনি পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সেসব সম্পর্কে অশ্বিন বলেন, 'আমি সিএসকে-তে ফিরে এসেছি। তবে, একজন কিংবদন্তি হিসেবে নয়। বরং সেই পুরনো আবেগ নিয়ে, যা আমাকে প্রথমবার এখানে নিয়ে এসেছিল। আমি দারুণ উচ্ছ্বসিত!'
আরও পড়ুন- শুরুর আগেই বিরাট ধাক্কা নাইটদের, ছিটকে গেলেন শাহরুখের KKR-এর স্পিডস্টার, বদলে দলে কে?
CSK-তে ধোনি ও অশ্বিনের পুনর্মিলন!
অশ্বিনের প্রত্যাবর্তনে সিএসকে সমর্থকরা দারুণ উচ্ছ্বসিত। ২০২৫ মরশুমে ধোনির নেতৃত্বে তাঁকে আবার ইয়েলো জার্সিতে দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।