KKR: IPL শুরুর আগেই বিরাট ধাক্কা নাইটদের, ছিটকে গেলেন শাহরুখের KKR-এর স্পিডস্টার, বদলে দলে কে?
In a major setback for KKR, Umran Malik is out due to injury. Chetan Sakariya joins the squad as his replacement for IPL 2025. Read more! উমরান মালিকের চোট কেকেআরের জন্য বড় ধাক্কা! তাঁর পরিবর্তে আইপিএল ২০২৫-এর জন্য দলে যোগ দিলেন চেতন সাকারিয়া।
In a major setback for KKR, Umran Malik is out due to injury. Chetan Sakariya joins the squad as his replacement for IPL 2025. Read more! উমরান মালিকের চোট কেকেআরের জন্য বড় ধাক্কা! তাঁর পরিবর্তে আইপিএল ২০২৫-এর জন্য দলে যোগ দিলেন চেতন সাকারিয়া।
Chetan Sakariya Replaces Injured Umran Malik in KKR’s IPL 2025 Squad: ছিটকে গেলেন উমরান মালিক! তাঁর জায়গায় এবার কেকেআরের নতুন অস্ত্র চেতন সাকারিয়া। তবে, উমরানের অভাবে আইপিএল ২০২৫-এর আগে বড় ধাক্কা খেল কেকেআর (Kolkata Knight Riders)! চোটের কারণে দল পাবে না এই গতিদানবকে। তাঁর পরিবর্তে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে নেওয়া হয়েছে কেকেআরের স্কোয়াডে।
Advertisment
কেন সাকারিয়াকে বেছে নিল কেকেআর?
সাকারিয়াও চোটের ধাক্কা কাটিয়ে ফিরেছেন। শেষবার তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। তবে তাঁর অভিজ্ঞতা ও বাঁহাতি বোলিং বৈচিত্র্য কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
উমরান মালিকের ইনজুরি আপডেট
Advertisment
২০২১ সালে ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করে নজর কাড়েন উমরান মালিক। কিন্তু, চোট ও অসুস্থতার কারণে তার কেরিয়ার থমকে যায়। ২০২৪-২৫ মরশুমে দলীপ ট্রফিতে খেলার কথা থাকলেও ডেঙ্গু ও হিপ ফ্র্যাকচারের কারণে উমরান দল থেকে ছিটকে গিয়েছিলেন।
কেকেআরের আইপিএল ২০২৫ স্কোয়াড
কেকেআর ২০২৪ সালের চ্যাম্পিয়ন। এবারও তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। দলে আছেন তারকা ক্রিকেটাররা—
কেকেআর তাদের স্কোয়াডে আরও পেসার চাইছে। কারণ, দলে অনরিখ নরকিয়াও ইনজুরির শিকার হতে পারেন। এখন দেখার বিষয়, সাকারিয়া কি প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে পারেন কি না?
আইপিএলে একাধিকবার শিরোপাজয়ী তিনটি দলের অন্যতম কেকেআর। এই দলটি বলিউড সুপারস্টার শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতার মালিকানাধীন। ২০০৮ সালে প্রায় ২৬২.৫ কোটি টাকার বিনিময়ে (প্রায় ৭৫.০৯ মিলিয়ন ডলার) এই ফ্র্যাঞ্চাইজি কেনা হয়েছিল। কেকেআর আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হিসেবে পরিচিত।
কেকেআর: বর্তমান চ্যাম্পিয়ন, আইপিএলে তাদের লক্ষ্যটা কী!
কলকাতা নাইট রাইডার্স (KKR) হল আইপিএল ২০২৪-এর বর্তমান চ্যাম্পিয়ন। তারা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-কে হারিয়ে শিরোপা জিতেছিল। তারা এবারও শিরোপা জিততে চায়। দলটির শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও বৈচিত্র্যময় বোলিং আক্রমণ তাদের অন্যতম ফেভারিট করে তুলেছে।