Champions Trophy 2025, Afganistan Cricket Team: বৃষ্টিতে লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিগ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছে। আর, সেই কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫-এ আফগানিস্তান আদৌ সেমিফাইনালে উঠতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ব্যাপারটা এখন আর আফগানিস্তানের হাতে নেই। তাদের এখন নির্ভর করতে হচ্ছে, ১ মার্চ (শনিবার) করাচিতে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফল কী হবে, তার ওপর।
বর্তমান গ্রুপ তালিকায় তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান দল। কিন্তু, এই পয়েন্ট তাদের সেমিফাইনালে ওঠার পক্ষে যথেষ্ট না। যার ফলে, সেমিফাইনালে উঠতে গেলে, আফগানিস্তানকে এখন অঙ্কের ওপর নির্ভর করতে হবে। তাদের আশা তখনই বেঁচে থাকবে, যদি ইংল্যান্ড শনিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে। আর, ইংল্যান্ড যদি সেটা সত্যিই করতে পারে তবে আফগানিস্তানের সুবিধা হল- তারা নেট রান রেটের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবে। আর, তার জেরে প্রথমবার কোনও আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে, এই আশা দুরাশা বলাই ভালো।
আরও পড়ুন- করাচির আবহাওয়া কেমন থাকবে? চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পিচ এবং আবহাওয়া রিপোর্ট
এক্ষেত্রে কিন্তু অনেক হিসেব-নিকেশও আছে, সেটা কী?
- ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করলে, দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানে অলআউট করতে হবে। শুধু তাই নয়, ইংল্যান্ডকে মাত্র ১৬.২ ওভারে ২০১ রান তুলে জয় ছিনিয়ে নিতে হবে।
- ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করলে, দক্ষিণ আফ্রিকা যদি ২৫০ রান করে, তবে ১৯ ওভারে ২৫১ রান তুলতে হবে ইংল্যান্ডকে।
- প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা যদি ৩০০ রান তোলে, তবে ২১ ওভারের মধ্যে ইংল্যান্ডকে ৩০১ রান তুলে জয় নিশ্চিত করতে হবে।
- দক্ষিণ আফ্রিকা ৩৫০ রান করলে ২৩ ওভারের মধ্যে ইংল্যান্ডকে জয় ছিনিয়ে আনতে হবে।
- আর, ইংল্যান্ড যদি প্রথমে ব্যাট করে, ২৫১ রান তুললে ৪৭ রানে অলআউট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
- ইংল্যান্ড ৩০১ রান তুললে, ৯৩ রানে অলআউট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
- ইংল্যান্ড ৩৫১ রান তুললে ১৪৩ রানে অলআউট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
শুধু ইংল্যান্ডকে জিতলেই হবে না। এই প্রায় অসম্ভব ব্যাপারগুলো শনিবারের ম্যাচে হলে তবেই আফগানিস্তানের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।