ENG vs SA Pitch & Weather Report, Champions Trophy 2025: Karachi Weather & National Stadium Pitch Update: শনিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ১১তম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কারণ, তারা আগের দুটি ম্যাচেই হেরেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।
যদিও ইংল্যান্ডের ব্যাটাররা ভালো ফর্মে রয়েছেন, কিন্তু তাঁদের বোলিংটা বেশ দুর্বল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিরুদ্ধে তাদের একমাত্র ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে। সেই ম্যাচে তাদের পেস আক্রমণও বেশ কার্যকর ভূমিকা পালন করেছে। তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে।
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড স্কোয়াড:
দক্ষিণ আফ্রিকা:
- রায়ান রিকেলটন (উইকেটকিপার)
- টনি ডি জর্জি
- টেম্বা বাভুমা (অধিনায়ক)
- রাসি ভ্যান ডার ডুসেন
- এইডেন মার্করাম
- ডেভিড মিলার
- উইয়ান মুল্ডার
- মার্কো জানসেন
- কেশব মহারাজ
- কাগিসো রাবাদা
- লুঙ্গি এনগিডি
- হেনরিক ক্লাসেন
- তাবরাইজ শামসি
- ট্রিস্টান স্টাবস
- করবিন বশ
ইংল্যান্ড:
- জস বাটলার (অধিনায়ক)
- জোফ্রা আর্চার
- গাস অ্যাটকিনসন
- টম ব্যান্টন
- হ্যারি ব্রুক
- রেহান আহমেদ
- বেন ডাকেট
- জেমি ওভারটন
- জেমি স্মিথ
- লিয়াম লিভিংস্টোন
- আদিল রশিদ
- জো রুট
- সাকিব মাহমুদ
- ফিল সল্ট
- মার্ক উড
আজ পিচ ও আবহাওয়া কেমন থাকবে?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা পিচ রিপোর্ট:
করাচির ন্যাশনাল স্টেডিয়ামের পিচে ঘাসের আস্তরণ আছে। আবার, কিছুটা ফাটলও আছে। বোলাররা যদি যথাযথভাবে বল করেন, তাহলে পেসাররা যথেষ্ট সাহায্য পেতে পারেন। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলেই কিছু দুর্দান্ত ফাস্ট বোলার আছেন। যাঁরা এই পিচ থেকে সুবিধা আদায় করে নিতে পারবেন। সঠিক লাইন ও লেংথে বল করতে পারলে যে দল বেশি কার্যকরভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, তারাই কিন্তু, এ ম্যাচে এগিয়ে থাকবে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দুঃস্বপ্নের জের, ইংল্যান্ড ক্রিকেটে বিরাট বদল, কে চালাবেন দল?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা আবহাওয়া রিপোর্ট:
অ্যাকুওয়েদার (Accuweather)-এর পূর্বাভাস অনুযায়ী, শনিবার করাচির তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং আবহাওয়া খেলাধুলার জন্য আদর্শ। তবে, উপমহাদেশীয় পরিস্থিতিতে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ হতে পারে, তাই টস জেতা দল সম্ভবত বোলিং নিতে চাইবে, যাতে পরে ব্যাটিংয়ের সুবিধা পাওয়া যায়।