ম্য়াঞ্চেস্টারে সৌরভকে টপকে একাধিক রেকর্ড ভাঙার পথে কোহলি

কোহলির ব্য়াটে বেশ কয়েকটি রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। এটা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কোহলি মাঠে নামলেই বাইশ গজ নতুন রেকর্ডের গন্ধ পায়। রেকর্ড ভাঙা-গড়ার বিষয়টা এখন তাঁর হাতের তালুর মধ্য়ে।

কোহলির ব্য়াটে বেশ কয়েকটি রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। এটা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কোহলি মাঠে নামলেই বাইশ গজ নতুন রেকর্ডের গন্ধ পায়। রেকর্ড ভাঙা-গড়ার বিষয়টা এখন তাঁর হাতের তালুর মধ্য়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Surpasses Sourav Ganguly With 42nd ODI Hundred

বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় (ফেসবুক)

India vs New Zealand, semi-final, World Cup 2019: আগামিকাল ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্য়ান্ডের মুখোমুখি ভারত। চলতি বিশ্বকাপে বিরাট কোহলির ব্য়াট থেকে এখনও কোনও সেঞ্চুরি পাওয়া যায়নি ঠিকই, কিন্তু কোহলি পাঁচটি অর্ধ-শতরানের সৌজন্য়ে ৪৪২ রান করেছেন।

Advertisment

বলাই বাহুল্য বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্য়াটসম্য়ান ভারতীয় ব্য়াটিং অর্ডারের মূল স্তম্ভ। ম্য়াঞ্চেস্টারে কোহলির ব্য়াটে বেশ কয়েকটি রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। এটা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কোহলি মাঠে নামলেই বাইশ গজ নতুন রেকর্ডের গন্ধ পায়। রেকর্ড ভাঙা-গড়ার বিষয়টা এখন তাঁর হাতের তালুর মধ্য়ে। এবার দেখে নেওয়া যাক ম্য়াঞ্চেস্টারে কোহলির ঝুলিতে কী কী রেকর্ড আসতে চলেছে:

আরও পড়ুন: রোহিতের ব্যাটে আর ২৭ হলেই কেল্লাফতে! তারপরেই চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন তিনি

Advertisment

১) কোহলির প্রয়োজন আর ২৪টি রান। তাহলেই সৌরভ গঙ্গোপাধ্য়ায় টপকে যাবেন তিনি। এখনও পর্যন্ত একক বিশ্বকাপে ভারত অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের নজির রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কেরই। সৌরভ ৪৬৫ রান করেছিলেন ২০০৩ বিশ্বকাপে। সেবার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন সৌরভ। মগডালে ছিলেন শচীন তেন্ডুলকর। ৬৭৩ রান করেছিলেন মাস্টারব্লাস্টার।

২) কোহলি যদি শতরানের স্বাদ পান তাহলে তৃতীয় ভারত অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি করবেন তিনি। এর আগে এই নজির রয়েছে শুধুমাত্র ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও সৌরভের।

৩) কোহলি শেষ দু'টি বিশ্বকাপেই শতরান করেছেন। এবার সেঞ্চুরি হাঁকাতে পারলে শচীনকে স্পর্শ করবেন তিনি। টানা তিনটি বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড রয়েছে আধুনিক ক্রিকেটের ডনের। ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ সালের বিশ্বকাপে শচীন শতরান করেন।

Virat Kohli Sourav Ganguly India New Zealand Cricket World Cup