/indian-express-bangla/media/media_files/2025/05/13/OhZedbxcVxCEfVRK6jwc.png)
ব্রাজিল ফুটবল দেলর হেড কোচ কার্লো আনসেলোত্তি
Ancelotti Brazil Contract: ব্রাজিল ফুটবল দলের (Brazil Football Team) নয়া কোচের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মাসের জন্য এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কার্লো আনসেলোত্তির (Carlo Ancelotti) কাঁধে। প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) খেতাব জিততে পারেনি ব্রাজিল। আশা করা হচ্ছে, আনসেলোত্তির হাত ধরেই ফিফা বিশ্বকাপের খরা কাটাতে পারবে ব্রাজিল।
নজর ২০২৬ ফিফা বিশ্বকাপে
সময়টা ছিল ২০২২ সাল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সাম্বা ব্রিগেড। হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল কোটি-কোটি ব্রাজিল ফুটবল সমর্থকের। এই ব্যর্থতার পরেই শোনা গিয়েছিল যে আনসেলোত্তিকে ব্রাজিল ফুটবল দলের নয়া কোচ করা হবে। কিন্তু, নিয়মের বেড়াজাল কাটাতেই অনেকটা সময় লেগে গেল। অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। সোমবার রাতেই নতুন হেড কোচের নাম ঘোষণা করল ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
দলকে সমর্থনে অভিনব পোশাক, মিরর ড্রেসে তোলপাড় ফেললেন ব্রাজিলিয়ান ভক্ত
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আনসেলোত্তির সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পেরু এবং ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে সাম্বা ব্রিগেড। তখনই দায়িত্ব বুঝে নেমেন এই বর্ষীয়ান ফুটবল কোচ।
প্রতি মাসে কত টাকা মাইনে পাবেন?
এবার প্রশ্ন হল, ব্রাজিল ফুটবল দলের হেড কোচ হিসেবে মাসে টাকা মাইনে পাবেন কার্লো আনসেলোত্তি? একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রতি মাসে আনসেলোত্তিকে ৭ লাখ ডলার করে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা দাঁড়াবে আনুমানিক ৬ কোটি টাকা। অর্থাৎ, এই চুক্তি অনুসারে তাঁকে মোট ৮৪ কোটি টাকা দেওয়া হবে। মধ্যবিত্তদের কথা তো ছেড়েই দেওয়া যাক, অনেক উচ্চবিত্ত ভারতীয়র কাছেও এই টাকার অঙ্কটা নেহাতই একটা স্বপ্ন।
রয়েছে আরও সুযোগ-সুবিধা
এখানেই শেষ নয়, কোম্পানি দিচ্ছে আরও অনেক অফার। কী সেই অফার? ব্রাজিল ফুটবল দল ভাল খেলতে পারলে, দেওয়া হবে পারফরম্য়ান্স বোনাস। সেই টাকার অঙ্কটাও নেহাতই কম নয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা। রয়েছে আরও সুযোগ সুবিধা। রিও ডি জেনিরোয় তাঁকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। সঙ্গে বিদেশ ভ্রমণের জন্য দেওয়া হবে একটি প্রাইভেট জেট। সবমিলিয়ে ব্যাপারটা যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলা যেতেই পারে।