Advertisment

Dwayne Bravo Retires: CSK কিংবদন্তির অবসরের ঘোষণা নাইট রাইডার্সের জার্সিতে! টি২০ লিগ শুরু হওয়ার আগেই তুলকালাম আপডেট

Dwayne Bravo Retirement: আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডোয়েন ব্র্যাভো জিতেছেন একের পর এক ট্রফি। পেশাদার ক্রিকেট থেকে ক্যারিবিয়ান কিংবদন্তি অবসর নিচ্ছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
CSK, CPL, TKR

আইপিএল এবং সিপিএল-এর দুই তারকা খচিত দল সিএসকে এবং টিকেআর (টুইটার)

Dwayne Bravo Retirement : সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ২০২৪-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই শেষবার ক্রিকেটারের জার্সিতে মাঠে নামবেন তিনি।

Advertisment

ইনস্টাগ্রাম-এ ব্র্যাভো লিখেছেন, "দারুণ একটা জার্নি হল। আজকে নিজের অবসর নিয়ে ঘোষণা করতে চাই। এই সিপিএল-ই আমার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। ক্যারিবিয়ান দর্শকদের সামনে পেশাদারি ক্রিকেটের শেষ টুর্নামেন্ট খেলতে মুখিয়ে রয়েছি ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। যে দল আমাকে নিয়ে শুরু হয়েছিল, সেই দলকে শূন্য থেকে গড়ে তুলেছি।"

আগামী অক্টোবরেই ৪১ বছরে পা দেবেন তিনি। টিকেআর সিপিএল-এ প্ৰথম ম্যাচ খেলতে নামার আগেই বড় ঘোষণা করলেন ডিজে ব্র্যাভো। ২০২১-এ টি২০ ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের হতাশাজনক পারফরম্যান্সের পরেই ব্র্যাভো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তারপর আইপিএলেও ২০২৩ থেকে অবসর নেন। একমাত্র খেলছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই। সেখান থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।

সিপিএল-এ বর্তমানে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ১০৩ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন। আইপিএলে সিএসকের জার্সিতে পরপর ট্রফি যেমন জিতেছেন, তেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির হয়ে জিতেছেন তিন শিরোপা খেতাব। সবমিলিয়ে ক্যারিবিয়ান লিগে চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার।

আরও পড়ুন: একের পর এক তারকা ছাঁটাই নিলামের আগেই! KKR রিটেন করতে চলেছে হাফডজন তারকাকে

২০১৭ এবং ২০১৮-য় পরপর ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর নাম লেখান প্যাট্রিয়টস শিবিরে। ২০২০-তে পুরোনো ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্সের হয়ে খেতাব জিতে ফিরে আসেন সেই প্যাট্রিয়টস দলে। ২০২১-এ ক্যাপ্টেন হয়েই প্যাট্রিয়টসকে চ্যাম্পিয়ন করেন প্রথমবারের মত। ঘটনা হল, ঘরের মাঠে ব্র্যাভোর এটাই শেষ বারের মত ক্রিকেট হলেও তাঁকে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরশাহির লিগে। সেখানে এমআই এমিরেটস দলের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

ক্রিকেটের মুলস্রোত থেকে সরে যাওয়ার পর কোচিংকেই বেছে নিয়েছেন তিনি। ২০২২-এ অবসরের পরেই সিএসকের বোলিং কোচ হন। বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টরের ভূমিকা পালন করেছিলেন। ক্যারিবিয়ান লিগ-ই তাঁর শেষ পেশাদারি টুর্নামেন্ট। ILt20-তে অবসর নেওয়া ক্রিকেটারদেরই রমরমা। সেখানেই দেখা যাবে তাঁকে।

West Indies DJ BRAVO West Indies Cricket Team T20 Cricket News Dwayne Bravo
Advertisment