চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের রাস্তায় রিয়াল মাদ্রিদ

বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ।

বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Champions League: Marco Asensio, Marcelo Score As Real Madrid Beat Bayern Munich 2-1

চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের রাস্তায় রিয়াল মাদ্রিদ

বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে অ্য়ালায়েঞ্জ এরিনায় টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন-রিয়াল। প্রথম লেগে ২-১ ম্যাচ জিতে নিল জিনেদিন জিদানের শিষ্য়রা। রিয়ালের হয়ে স্কোরশিটে নাম লেখালেন মার্কো আসেনসিও ও মার্সেলো ভিয়েরিয়া।

Advertisment

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতল রিয়াল। এদিনের ম্যাচের ২৭ মিনিটে জোশুয়া কিমিচ এগিয়ে দেন বায়ার্নকে। ৪৩ মিনিটে দুরন্ত ভলিতে রিয়ালকে সমতায় ফেরান মার্সেলো। বিরতিতে ১-১ থাকে খেলার ফল। ম্যাচের ৪৬ মিনিটে জিদানের মাস্টারস্ট্রোক কাজে লাগে ৫৬ মিনিটে। ইস্কোকে তুলিয়ে আসেনসিওকে নামিয়েছিলেন তিনি। তাঁর গোলেই হাসি মুখে মাঠ ছাড়েন জিদান। অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে রিয়াল এমনিই অ্য়াডভান্টেজে থাকবে দ্বিতীয় লেগে।

Advertisment

আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে জয় রিয়ালের, ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন

কোয়ার্টার ফাইনালের দু লেগ মিলিয়ে রিয়ালের কাছে ৪-৩ হেরেছিল জুভেন্তাস। এই নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে শেষ দু বারের চ্যাম্পিয়ন রোনাল্ডো অ্যান্ড কোং। অন্যদিকে শেষ আটে দুই লেগ মিলিয়ে বার্য়ান ২-১ হারিয়েছিল সেভিয়াকে। গত মঙ্গলবার রাতে অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল-রোমা। মহম্মদ সালাহর অসাধারণ পারফরম্যান্সে য়ুরগেন ক্লপের লিভারপুল ৫-২ গুঁড়িয়ে দিয়েছিল রোমাকে। প্রথম পর্বের লিভারপুলের স্কোরলাইনই ফাইনালের রাস্তা অনেকটা প্রশস্ত করে দিয়েছে। তাহলে কি এবার ফাইনালে লিভারপুল বনাম রিয়াল! এমনটাই ধারণা ফুটবলমহলের একাংশের।

আরও পড়ুন, ম্য়াজিক দেখালেন মহম্মদ সালাহ, রোমাকে গোলের মালা পরাল লিভারপুল

Champions League Real Madrid Bayern Munich