Advertisment

Champions Trophy 2025: ক্ষমতা থাকলে ভারতকে ক্রিকেটে মাঠে বয়কট করতাম! জয় শাহদের বিশাল তোপ কিংবদন্তি পাকিস্তানির

Pakistan vs Australia: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানে ক্ষেপে লাল একের পর এক পাক তারকা। ঘুরিয়ে কার্যত চ্যালেঞ্জ বিসিসিআই আর টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, Pakistan, ভারত, পাকিস্তান

India-Pakistan: বিসিসিআই জানিয়েছে তারা পাকিস্তানে দল পাঠাবে না। (ছবি- এএনআই)

India travel Champions Trophy 2025: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের ব্যাপারে মুখ খুললেন মহম্মদ রিজওয়ান। তিনি বলেছেন, 'কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের আমরা পাকিস্তানে স্বাগত জানাব।' পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান জানিয়েছেন, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় খেলোয়াড়দের দু'হাত বাড়িয়ে স্বাগত জানানো হবে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। ফাইনাল ৯ মার্চ। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ম্যাচগুলো হবে।

Advertisment

পাকিস্তানে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার মধ্যেই রিজওয়ান মুখ খুললেন। সীমান্তের ওপারে ভারতীয় দল সফর করবে না বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। সেই অনিশ্চয়তার মধ্যেই, পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান নিশ্চিত করেছেন যে আটদলীয় চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের জন্য পাকিস্তানে এলে সমস্ত ভারতীয় খেলোয়াড়দেরই উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।

বছর ৩২-এর রিজওয়ান সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন। আর, তারপরই এসেছে সাফল্য। অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সেই রিজওয়ানই বলেছেন, 'কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের স্বাগত। যত খেলোয়াড় আসবে, আমরা তাঁদের সকলকেই স্বাগত জানাব। এটি আমাদের সিদ্ধান্ত নয়, এটি পিসিবির সিদ্ধান্ত। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আশা করি তাঁরা সবাই আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। তবে আমরা নিশ্চিত যে যদি ভারতীয় খেলোয়াড়রা আসেন, তবে আমরা তাঁদের স্বাগত জানাব।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের আগে এক সাংবাদিক বৈঠকে রিজওয়ান একথা বলেছেন। 

তবে, পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ ভারতীয়দের আতিথ্য দেওয়ার ব্যাপারে রিজওয়ানের মতো আগ্রহ দেখাননি। লতিফ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কোনও ধরনের ক্রিকেট না খেলার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে না আসে, তবে পাকিস্তানও যেন ভারত সফর না করে। রশিদ মনে করিয়ে দিয়েছেন, একইরকম রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও, পাকিস্তান গত বছর ভারতে একদিনের বিশ্বকাপে অংশ নিয়েছিল।

এই ব্যাপারে লতিফ বলেছেন, 'পাকিস্তান ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে পারে। এমন সম্ভাবনা আছে। আমি ক্ষমতায় থাকলে, হয়তো এমন কড়া পদক্ষেপই নিতাম। এজন্য আমি কাউকে দোষারোপ করব না। আপনি যদি পাকিস্তানে খেলতে না চান, তবে আমাদের বিরুদ্ধে একদমই খেলবেন না। আমি ক্ষমতায় থাকলে, সেই সিদ্ধান্তই নিতাম। আর, বিসিসিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।' তিনি সংবাদমাধ্যমকে একথা বলেছেন।

আরও পড়ুন- ঝড়-বৃষ্টি কিছু নেই, তবু ৩০ মিনিট বন্ধ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে! বড়সড় 'হানায়' মাঠেই নামাতে হল ভ্যাকুম ক্লিনার

পাকিস্তান সরকার তাদের ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দুবাইতে সরানো যাবে না। নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্তা বলেছেন, 'আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের বাইরে কোনও খেলা যাতে সরানো না হয়। সময় এলে আমরা এই অবস্থানটা জানিয়ে দেব। এই মুহূর্তে, আইসিসি আমাদের ভারতের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে। আমাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব রয়েছে। তাই আমরা পাকিস্তানের বাইরে ম্যাচগুলো সরাতে পারি না।' 

Pakistan Cricket Team Mohammad Rizwan Indian Cricket Team Cricket News
Advertisment