Champions Trophy hybrid model for India and Pakistan: ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য পিসিবির হাইব্রিড মডেল মানতে দ্বিধা করছে বিসিসিআই। পাকিস্তানের প্রস্তাবিত মডেল মানতে বিসিসিআই নারাজ। কারণ, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে সমস্যা থাকলেও, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাই অচলাবস্থা অব্যাহত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আগে তার অবস্থান বদলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মেনে নিয়েছে। কিন্তু, এখন বোঝা যাচ্ছে যে এই ট্রফি নিয়ে নতুন করে অচলাবস্থা দেখা দিয়েছে। সেই অচলাবস্থার কারণ, পিসিবি ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্টের জন্য একইরকম হাইব্রিড মডেল গ্রহণ করতে চায়। আর, এই প্রস্তাবই বিসিসিআই সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাতে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা আরও বেড়েছে। বিসিসিআই ভারতে এই হাইব্রিড মডেল মানতে নারাজ। কারণ, ভারতে কোনও নিরাপত্তাজনিত উদ্বেগ নেই, এই উদ্বেগ আছে পাকিস্তানে।
গত শুক্রবার আইসিসির সভার আগে পিসিবি পরিষ্কার জানিয়েছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা হবে না। আর, তারা সেই অবস্থানেই অনড় ছিল। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে না হলে, পাকিস্তানের হাত থেকে ট্রফি আয়োজনের দায়িত্ব বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বাধ্য হয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মেনে নিয়েছে। কিন্তু, সেটা মানলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে গৃহীত যে কোনও সিদ্ধান্ত সবসময় ভারত ও পাকিস্তান উভয়ের দ্বারা আয়োজিত আইসিসি টুর্নামেন্টের ওপর প্রভাব ফেলতে বাধ্য। কারণ, ভারত স্পষ্ট জানিয়েছে যে সীমান্তের ওপারে টিম ইন্ডিয়া যাবে না। এবার পাকিস্তানও তাদের দলের ব্যাপারে একই সিদ্ধান্ত নিতে চায়।
এই সূত্রেই পিসিবি চাইছে আইসিসি যাতে আগামী বছর ভারতে আয়োজিত মহিলা দলের ৫০ ওভারের বিশ্বকাপ হাইব্রিড মডেলে করায়। একইভাবে, পুরুষদের টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপও যেন হাইব্রিড মডেলেই করা হয়। অর্থাৎ, তাদের দলকে যেন সীমান্তের পারে ভারতে আসতে না হয়।
আরও পড়ুন- পাকিস্তান ভারতে না এলে আমাদের কিছু যায় আসে না... বাবর আজমদের বিস্ফোরক হুঁশিয়ারি হরভজনের
পিসিবির এই প্রস্তাবে অবশ্য বিসিসিআইয়ের রাজি হওয়ার সম্ভাবনা কম। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর প্রধান কারণ হিসেবে জানিয়েছে, নিরাপত্তাই প্রধান সমস্যা। গত মাসে, ভারত সরকার দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপেও নিরাপত্তার কারণে দলকে পাকিস্তান যেতে দেয়নি। বিসিসিআইয়ের যুক্তি হল, ভারতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা নেই। তাই ভারতে আয়োজিত কোনও টুর্নামেন্টে হাইব্রিড মডেল গ্রহণের প্রয়োজনও নেই। এই পরিস্থিতিতে পিসিবি আবার একটি লিখিত আশ্বাস চায়। এখন বিসিসিআই যদি হাইব্রিড মডেল মেনে না নেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পূর্বের অবস্থানই বজায় রাখে, তবে আইসিসি কীভাবে বিষয়টি সামলায়, সেটাই এখন দেখার।