Advertisment

Harbhajan Singh's warning to Pakistan: পাকিস্তান ভারতে না এলে আমাদের কিছু যায় আসে না... বাবর আজমদের বিস্ফোরক হুঁশিয়ারি হরভজনের

Champions Trophy: হরভজনের মন্তব্য কাঁপিয়ে দিল পাকিস্তানকে, দিলেন সপাটে জবাব। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভাজ্জির জবাবে বেকায়দায় পাকিস্তানের ক্রিকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harbhajan Singh, Paskistan Team, হরভজন সিং, পাকিস্তান দল,

Harbhajan Singh-Paskistan Team: পাকিস্তানকে হুঁশিয়ারি হরভজনের। (ছবি- আইসিসি এবং টুইটার)

Harbhajan Singh's warning to Pakistan for Champions Trophy 2025: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেললেও ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট দলও ভারতে এসে খেলবে না বলেই জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। আর, একথা শোনার পরই পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি বলেছেন, 'পাকিস্তান যদি ভারতে না আসতে চায়, তবে না আসুক। তাতে আমাদের কিছু যায় আসবে না।' আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও হাতে মাস তিনেক আছে। কিন্তু, এই ট্রফির হাইব্রিড মডেল নিয়ে আপাতত ঝেড়ে কাশেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে মুখ খুলে, বিতর্কে ঢুকে পড়লেন হরভজন।  

Advertisment

তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আইসিসি ট্রফি খেলতে পাকিস্তান যদি ভারতে না আসে, তাতে ভারতের কিছু যায় আসবে না। পাকিস্তান আইসিসিকে জানিয়েছে, তারা কোনও আইসিসি ট্রফি অন্তত ২০৩১ পর্যন্ত ভারতে এসে খেলবে না। আর, এই ইস্যুতেই একান্ত সাক্ষাতকারে বলতে গিয়ে হরভজন বলেছেন, 'পাকিস্তান যদি ভারতে আসতে না চায়, তবে তাই হোক। এতে আমাদের কিছু যাবে আসবে না।' ওয়ার্ল্ড টেনিস লিগের উদ্বোধনের ফাঁকে, হরভজন সংবাদমাধ্যমকে বলেন, 'যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন- তারা আবুধাবি বা দুবাইতে খেলতে রাজি। আমরা আজকাল ভারত-পাকিস্তান ম্যাচ খুব কমই দেখি। পাকিস্তানের উচিত তাদের অহংকে দূরে সরিয়ে হাইব্রিড মডেলে রাজি হওয়া। কারণ, ভারতের কাছে পাকিস্তানে যাওয়া মানেই নিরাপত্তার সমস্যা।'

এই ইস্যুতে অবশ্য হরভজন পাকিস্তান ক্রিকেট ভক্তদের হতাশার কথাও স্বীকার করে নিয়েছেন। তিনি দুঃখপ্রকাশ করে জানিয়েছেন যে, পাকিস্তান সরকারের কাজকর্মের জন্যই সেদেশের দর্শকরা বিরাট কোহলির মত বিশ্বমানের তারকাদের খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। এই ব্যাপারে হরভজন বলেন, 'আমার পাকিস্তানের দর্শকদের জন্য খারাপ লাগছে। তাঁদের দোষ নেই। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বদলাবে না। এটা দুর্ভাগ্যজনক যে তারা কোহলি এবং অন্যদের মত চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পেলেন না।'

দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে হরভজন বলেছেন, 'আমি যখন পাকিস্তানে খেলতে গেছি, ভালোই আতিথেয়তা পেয়েছি। ওঁরা খাবারের জন্য আমাদের চার্জ নিত না। হামেশাই শাল উপহার দিত।' এত সুখকর স্মৃতি থাকা সত্ত্বেও হরভজন মেনে নিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের পক্ষে পাকিস্তান সফর করা কার্যত অসম্ভব। এই ব্যাপারে পিসিবিকে আরও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি বলেছেন, 'পিসিবির কঠোর অবস্থান ছাড়া উচিত। টুর্নামেন্টটাকে অবাঞ্ছিত সমস্যার মধ্যে টেনে নিয়ে যাওয়াটা ঠিক না।'

আরও পড়ুন- শচীনের থেকেও বড় ক্রিকেটার হবে আমার ছেলে! বিতর্কের ঢেউ তুলে বিস্ফোরক মন্তব্য হরভজনের

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। ম্যাচগুলো লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচিতে হওয়ার কথা। কিন্তু, ভারত খেলতে যাবে না। এই পরিস্থিতিতে হাইব্রিড মডেল ইস্যুতে তাদের পরিকল্পনা এখনও পুরোপুরি খোলসা করেনি পিসিবি। হাইব্রিড মডেলের সূচি এবং জায়গার নামও এখনও ঘোষণা করেননি পিসিবি কর্তারা।

cricket Harbhajan Singh Team India Team-India Cricket News Champions Trophy Pakistan Cricket Board (PCB) Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment