Advertisment

Harbhajan Singh's claim on his son: শচীনের থেকেও বড় ক্রিকেটার হবে আমার ছেলে! বিতর্কের ঢেউ তুলে বিস্ফোরক মন্তব্য হরভজনের

Harbhajan Singh and Sachin Tendulkar: ভাজ্জির মন্তব্যে বেনজির বিতর্ক, শচীনকেই কি হেয় করলেন সুপারস্টার? তোলপাড় দেশের ক্রিকেট দুনিয়া, তাজ্জব ক্রিকেটপ্রেমীরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harbhajan Singh, Sachin Tendulkar, হরভজন সিং, শচীন তেন্ডুলকর

Harbhajan Singh-Sachin Tendulkar: শচীন ও হরভজন দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। (ছবি- শচীন টুইটার)

Harbhajan Singh's claim on his son to surpass Sachin Tendulkar: শচীন তেন্ডুলকরকে নিয়ে বড় দাবি করে বসলেন হরভজন সিং। তেন্ডুলকর ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড়। সেই তেন্ডুলকরকে নিয়েই হরভজন সিং এমন দাবি করে বসলেন, যা রীতিমতো ঝড় তুলেছে ক্রিকেট দুনিয়ায়। 

Advertisment

হরভজন বলেছেন, ভবিষ্যতে তাঁর ছেলে শচীন তেন্ডুলকরের চেয়েও বড় খেলোয়াড় হবে। নানা কারণে শচীনের ১০ নম্বর জার্সিকে বিশেষ সম্মান দেওয়া হয়। বর্তমানে কোনও ভারতীয় ক্রিকেটার '১০' নম্বর জার্সি পরেন না। তবে ভাজ্জি বলেছেন যে তাঁর ছেলে ১০ নম্বর জার্সি পরে খেলবে। হরভজন সিংয়ের দুই সন্তান। যার মধ্যে একটি মেয়ে, অপরটি ছেলে। তার মধ্যে ছেলের জন্ম হয়েছে ২০২১-এর জুলাইয়ে।

সংবাদ সংস্থার মতে, হরভজন সিং জানিয়েছেন, 'আমি শচীন তেন্ডুলকরের জন্য ক্রিকেট খেলা ছাড়িনি। আমি ১০ নম্বর জার্সি পরে খেলতে চেয়েছিলাম। কিন্তু, সেটা পারিনি। কিন্তু আমার ছেলে শচীনের চেয়ে বড় খেলোয়াড় হবে। ভবিষ্যতের তেন্ডুলকর। ও ১০ নম্বর জার্সি পরেই খেলবে। আমি চাই আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে সব ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিক।' হরভজনের ছেলের জন্ম হয়েছে ২০২১ সালের জুলাই মাসে। হরভজনের ছেলের বয়স এখন মাত্র ৩ বছর। তার নাম জোভান বীর সিং প্লাহা।

শচীন তেন্ডুলকর ১০ নম্বর জার্সি পরেই ক্রিকেট দুনিয়া থেকে অবসর নিয়েছেন। ১৯৮৯ সালে শচীন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন। তিনি ২০১৩ সালে অবসর নেন। তিনি অবসর নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, একজন নতুন খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরে খেলবেন। কিন্তু অনেক খেলোয়াড়ই শচীন তেন্ডুলকরের প্রতি সম্মান দেখিয়ে ওই জার্সি নম্বর পরে খেলতে চাননি। সেই কারণে বিসিসিআই ১০ নম্বর জার্সিটির অবসর ঘোষণা করেছে।

আরও পড়ুন- এই ডিসেম্বরেই ছাদনাতলায় পিভি সিন্ধু! কোটিপটি বয়ফ্রেন্ডকেই বিয়ে করছেন ভারতের অলিম্পিকজয়ী কন্যে

হরভজন সিং মাত্র ১৮ বছর বয়সে টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলা শুরু করেন। তাঁকে শেষবার ২০১৬ সালের মার্চে একটি টি২০ ম্যাচে ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল। শেষে হরভজন ২০২১ সালের ডিসেম্বরে তাঁর অবসর ঘোষণা করেন। ভারতীয় ক্রিকেটে তিনি ভাজ্জি নামে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে হরভজন সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন। তিনি ভারতের হয়ে টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি২০ ফরম্যাট মিলিয়ে মোট ৩৬৭টি ম্যাচ খেলেছেন। মোট ৭১১টি উইকেট নিয়েছেন।

cricket Harbhajan Singh Team India Team-India Cricket News jersey Sachin Tendulkar Indian Cricket Team
Advertisment