/indian-express-bangla/media/media_files/2025/03/09/iiARKH8Qfwu2DuZCe4dj.jpg)
India in Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামি নিয়মিত উইকেট নিয়েছেন। (ছবি- বিসিসিআই)
Champions Trophy 2025: Varun-Shami Impress, But Who Tops the Wicket Chart: ভারতের বরুণ চক্রবর্ত্তী ও মোহাম্মদ শামি ৯টি করে উইকেট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ সেরা উইকেট সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিলেন। দুবাইয়ে আয়োজিত ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের পরই এই তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ রবিবার দুবাইয়ে শেষ হবে। এই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড ৫০ ওভারের আইসিসি শিরোপার জন্য লড়াই করছে। নিউজিল্যান্ড বড় ধাক্কা খেয়েছে কারণ ম্যাট হেনরি, এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি চোটের জন্য ফাইনালের আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, ভারতের স্পিন আক্রমণ ও অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির ওপর দলের আশা টিকে ছিল।
আরও পড়ুন- ভারতের ৩য় উইকেটের পতন
ভারতের মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিত বরুণ চক্রবর্ত্তী মাত্র তিন ম্যাচেই ৯টি উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তাঁর পরেই আছেন মোহাম্মদ শামি, যিনি পাঁচ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচে চক্রবর্তী ও হেনরি দুজনেই ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা:
খেলোয়াড় | ইনিংস | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনমি | স্ট্রাইক রেট |
---|---|---|---|---|---|---|
ম্যাট হেনরি (NZ) | ৪ | ১০ | ৫/৪২ | ১৬.৭ | ৫.৩২ | ১৮.৮ |
বরুণ চক্রবর্ত্তী (IND) | ৩ | ৯ | ৫/৪২ | ১৫.১১ | ৪.৫৩ | ২০.০০ |
মোহাম্মদ শামি (IND) | ৫ | ৯ | ৫/৫৩ | ২৫.৮৮ | ৫.৬৮ | ২৭.৩৩ |
আজমতুল্লাহ ওমরজাই (AFG) | ৩ | ৭ | ৫/৫৮ | ২০.০০ | ৬.৭২ | ১৭.৮৫ |
বেন ডোয়ারশুইস (AUS) | ৩ | ৭ | ৩/৪৭ | ২১.৭১ | ৫.৮৪ | ২২.২৮ |
অন্যদিকে, মোহাম্মদ শামি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে। পাশাপাশি গ্রুপপর্বে নিউজিল্যান্ড এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি দুর্দান্ত খেলেছেন। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে পাকিস্তানের হাসান আলি (২০১৭) ও ওয়েস্ট ইন্ডিজের জেরোম টেইলরের (২০০৬) নামে। তাঁরা ১৩টি করে উইকেট নিয়েছিলেন।
এর মধ্যে শামি আবার দীর্ঘদিন চোটের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। এখনও তিনি আগের ছন্দে ফিরতে পারেননি। তারপরও বাংলার পেসার নিয়মিত উইকেট শিকার করছেন। যা স্বস্তিতে রেখেছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে। রবিবার, ফাইনালেও শামি একটি উইকেট পেয়েছেন।