IND vs NZ Highlights Cricket Score, CT Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটে জয়ী ভারত

India vs New Zealand Final Champions Trophy 2025 Highlights Cricket Score Online Today Match: নিউজিল্যান্ড ৫০ ওভার ৭ উইকেটে ২৫১। জবাবে ভারত ৪৯ ওভার ৬ উইকেটে ২৫৪।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Champions Trophy Final, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল

Champions Trophy Final: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। (গ্রাফিক্স- সন্দীপন দে)

India vs New Zealand Highlights Cricket Score Final, Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার টিম ইন্ডিয়া ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল। রবিবার, দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫০ ওভার ৭ উইকেটে তুলেছিল ২৫১ রান। জবাবে ভারত ৪৯ ওভার ৬ উইকেটে ২৫৪ রান তুলেছে। 

Advertisment

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৬ বলে ১টি চার-সহ ৯ রান করে এবং কেএল রাহুল ৩৩ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ৩৪ রান করে অপরাজিত থেকে গেলেন। তার আগে কাইল জেমিসনের বলে তাঁর হাতেই ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ১৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে উইল ও'রৌরকের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৪০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৯ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন শ্রেয়াস আইয়ার। তিনি ৬২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪৮ রান করেছেন। 

Advertisment

রচিন রবীন্দ্রর বলে টম ল্যাথাম স্ট্যাম্পড করেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ৮৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ ৭৬ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করে আউট হন।

এদিন নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৫১ রান। ৫৩ রানে অপরাজিত থেকে যান মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের ইনিংস সমাপ্ত হওয়ার কিছুক্ষণ আগে বিরাট কোহলি রান আউট করেন মিচেল স্যান্টনারকে। নিউজিল্যান্ডের অধিনায়ক সেই সময় ১০ বলে ৮ রান করেছিলেন। মহম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ডারিল মিচেল। তিনি ১০১ বলে ৩টি চার-সহ ৬৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন গ্লেন ফিলিপস। তিনি ৫২ বলে ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৪ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম। তিনি ৩০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন। 

একদিনের আন্তর্জাতিকে রোহিত শর্মার টস হারার প্রবণতা এদিনও অব্যাহত ছিল। এনিয়ে টানা ১২ ম্যাচে টস হারলেন রোহিত। যা অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার সর্বকালের রেকর্ডের সমান। ভারত একাদশ অপরিবর্তিত রেখেছিল। নিউজিল্যান্ড দল, সেমিফাইনালে কাঁধে চোট পাওয়া ম্যাট হেনরিকে এই ম্যাচে বাদ দিয়েছিল। তাঁর জায়গায় একাদশে ঢোকানো হয়েছিল নাথান স্মিথকে।

দুই দলের একাদশ:

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক, নাথান স্মিথ।

  • Mar 09, 2025 23:00 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: জয়ের পর ডান্ডিয়া নাচ রোহিত-কোহলির

    ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়কে স্মরণীয় করে রাখতে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা অভিনব উদযাপনে মাতলেন। আজ রবিবার, ৯ মার্চ দুবাইয়ে আয়োজিত রোমাঞ্চকর ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলল ভারত। ম্যাচের শেষ মুহূর্তে রবীন্দ্র জাদেজা জয়সূচক বাউন্ডারি হাঁকানোর পর রোহিত ও কোহলি উচ্ছ্বাসে মাঠে দৌড়ে যান এবং খেলার স্টাম্প হাতে নিয়ে দাণ্ডিয়া নাচ শুরু করেন! 

    বিস্তারিত: দেখুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পর ডান্ডিয়া নাচে মাতলেন কোহলি-রোহিত!



  • Mar 09, 2025 22:22 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: রেকর্ড ভারতের

    এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল ভারত। এই টুর্নামেন্টে ৯ বারের মধ্যে তিনবার জিতে রবিবার ভারত এই রেকর্ড গড়েছে। টি২০ ছাড়া এক দশক ধরে আইসিসির কোনও বড় ট্রফি না পাওয়ার পর, পরিসংখ্যান বলছে ভারত এখন তিনটি আইসিসি টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হেরেছে। আর, সেটা ২০২৩ বিশ্বকাপের  ফাইনাল ম্যাচ। বছরের পর বছর ধরে বড় বড় ম্যাচে ব্যর্থতার জন্য সমালোচনার তিরে থাকা ভারত ২০২৩ বিশ্বকাপ থেকেই যেন প্রকৃত অর্থে সত্যিকারের এক বড় দলে পরিণত হয়েছে।

    ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পরাজয় ঘটলেও সেখানে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে একের পর এক ম্যাচে টস না জিতলেও আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার আধিপত্য রোধ করতে পারেনি প্রতিপক্ষ দলগুলো। প্রতিবারই কেউ না কেউ দলের পতন রোধ করেছেন। হার্দিক পান্ডিয়া তো জটিল পরিস্থিতি থেকে দলকে উদ্ধারের ব্যাপারে বিশেষজ্ঞই হয়ে উঠেছেন। শুধু হার্দিকই কেন, বাকিরাও তাই। কেউ বলবে না যে এই ট্রফিতে ভারত তার একনম্বর বোলার বুমরাকে ছাড়াই খেলেছে। আর, এই সাফল্যের জন্য ভারত এখন কেবল আইসিসির বোর্ডরুম বা স্ট্যান্ডেই নয়, ক্রিজেও প্রকৃত অর্থে একনম্বর দল।



  • Mar 09, 2025 21:57 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটে জয়ী ভারত

    চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার টিম ইন্ডিয়া ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল। রবিবার, দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫০ ওভার ৭ উইকেটে তুলেছিল ২৫১ রান। জবাবে ভারত ৪৯ ওভার ৬ উইকেটে ২৫৪ রান তুলেছে। 

    ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৬ বলে ১টি চার-সহ ৯ রান করে এবং কেএল রাহুল ৩৩ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ৩৪ রান করে অপরাজিত থেকে গেলেন। তার আগে কাইল জেমিসনের বলে তাঁর হাতেই ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ১৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে উইল ও'রৌরকের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৪০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৯ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন শ্রেয়াস আইয়ার। তিনি ৬২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪৮ রান করেছেন। 

    রচিন রবীন্দ্রর বলে টম ল্যাথাম স্ট্যাম্পড করেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ৮৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ ৭৬ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করে আউট হন।



  • Mar 09, 2025 21:42 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন

    কাইল জেমিসনের বলে তাঁর হাতেই ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ১৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে উইল ও'রৌরকের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৪০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৯ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়লেন শ্রেয়াস আইয়ার। তিনি ৬২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪৮ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে টম ল্যাথাম স্ট্যাম্পড করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ৮৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ ৭৬ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়েছেন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করে আউট হন।



  • Mar 09, 2025 21:20 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: ভারতের ৫ম উইকেটের পতন

    মাইকেল ব্রেসওয়েলের বলে উইল ও'রৌরকের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৪০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৯ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়লেন শ্রেয়াস আইয়ার। তিনি ৬২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪৮ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে টম ল্যাথাম স্ট্যাম্পড করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ৮৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ ৭৬ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়েছেন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করে আউট হন।



  • Mar 09, 2025 21:03 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: ভারতের ৪র্থ উইকেটের পতন

    মিচেল স্যান্টনারের বলে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়লেন শ্রেয়াস আইয়ার। তিনি ৬২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪৮ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে টম ল্যাথাম স্ট্যাম্পড করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ৮৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ ৭৬ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়েছেন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করে আউট হন।



  • Mar 09, 2025 20:19 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: ভারতের ৩য় উইকেটের পতন

    রচিন রবীন্দ্রর বলে টম ল্যাথাম স্ট্যাম্পড করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ৮৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ ৭৬ রান করেছেন। মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়েছেন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করেছেন।



  • Mar 09, 2025 19:51 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: ভারতের পরপর ২ উইকেটের পতন

    মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়েছেন বিরাট কোহলি। তিনি ২ বলে ১ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন ওপেনার শুভমান গিল। তিনি ৫০ বলে ১টি ছয়-সহ ৩১ রান করেছেন।



  • Mar 09, 2025 19:17 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: হাফ সেঞ্চুরি রোহিতের

    ভারত অধিনায়ক রোহিত শর্মা ৪১ বলে ৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত ১০ ওভারে তুলেছে ৬৪ রান। ক্রিজ পার্টনার শুভমান গিল ২২ বলে করেছেন ১০ রান।

    Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরোনো মেজাজে রোহিত শর্মা
    Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরোনো মেজাজে রোহিত শর্মা।  (ছবি- স্ক্রিনগ্যাব)

     



  • Mar 09, 2025 18:57 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: টার্গেট ২৫২, শুরু থেকেই চালিয়ে খেলছেন রোহিত, সাবধানী গিল

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ২৫২ রান তোলার লক্ষ্যে শুরুটা ভালোই করেছে ভারত। রোহিত শর্মা ২০ বলে ২টি চার এবং ১ ছয় মেরেছেন। আর, শুভমান গিল এই চার বা ছয় মারার বদলে বেশ সাবধানী ভঙ্গিমায় ব্যাটিং করছেন।



  • Mar 09, 2025 18:07 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১

    দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টস জিতে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে তুলল ২৫১ রান। ৫৩ রানে অপরাজিত থেকে গেলেন মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের ইনিংস সমাপ্ত হওয়ার কিছুক্ষণ আগে বিরাট কোহলি রান আউট করেন মিচেল স্যান্টনারকে। নিউজিল্যান্ডের অধিনায়ক সেই সময় ১০ বলে ৮ রান করেছিলেন। মহম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েছেন ডারিল মিচেল। তিনি ১০১ বলে ৩টি চার-সহ ৬৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন গ্লেন ফিলিপস। তিনি ৫২ বলে ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৪ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম। তিনি ৩০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তুলেছেন ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান। 



  • Mar 09, 2025 18:04 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ডের ৭ম উইকেটের পতন

    বিরাট কোহলি রান আউট করেছেন মিচেল স্যান্টনারকে। নিউজিল্যান্ডের অধিনায়ক সেই সময় ১০ বলে ৮ রান করেছিলেন। মহম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েছেন ডারিল মিচেল। তিনি ১০১ বলে ৩টি চার-সহ ৬৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন গ্লেন ফিলিপস। তিনি ৫২ বলে ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৪ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম। তিনি ৩০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তুলেছেন ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান। 



  • Mar 09, 2025 17:38 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন

    মহম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ধরা পড়লেন ডারিল মিচেল। তিনি ১০১ বলে ৩টি চার-সহ ৬৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন গ্লেন ফিলিপস। তিনি ৫২ বলে ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৪ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম। তিনি ৩০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তুলেছেন ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান। 



  • Mar 09, 2025 17:02 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ডের ৫ম উইকেটের পতন

    বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন গ্লেন ফিলিপস। তিনি ৫২ বলে ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৪ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম। তিনি ৩০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তুলেছেন ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান। 



  • Mar 09, 2025 16:17 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ডের ৪র্থ উইকেটের পতন

    রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম। তিনি ৩০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তুলেছেন ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান। 



  • Mar 09, 2025 15:37 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ডের পরপর উইকেটের পতন

    কুলদীপ যাদবের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১১ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়েছেন রচিন রবীন্দ্র। তিনি ২৯ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩৭ রান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। ২৩ বলে ২টি চার-সহ তুলেছেন ১৫ রান। 



  • Mar 09, 2025 15:12 IST

    IND vs NZ Live Cricket Score, CT Final: নিউজিল্যান্ডের ১ম উইকেটের পতন, ইয়ংকে ফেরালেন বরুণ

    বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হলেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ২৩ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন। 



  • Mar 09, 2025 14:25 IST

    India vs New Zealand LIVE Cricket Score: ভারত এবং নিউজিল্যান্ডের একাদশ

    ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। 


    নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক।



  • Mar 09, 2025 14:08 IST

    India vs New Zealand LIVE Cricket Score: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড।



  • Mar 09, 2025 13:50 IST

    India vs New Zealand LIVE Cricket Score: কুলদীপ যাদব সম্ভবত থাকছেন

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুলদীপ যাদবের ফর্ম আহামরি নয়। বিশেষ করে শেষ দুটি ম্যাচে তিনি তেমন একটা খেলতে পারেননি। এই পরিস্থিতিতে ভারত তাঁর জায়গায় কোনও পেসারকে খেলাতে পারত। কিন্তু, অধিনায়ক রোহিত শর্মা জয়ী একাদশে বদল আনতে চাননি।



  • Mar 09, 2025 13:28 IST

    India vs New Zealand LIVE Cricket Score: সম্ভাব্য একাদশ

    ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী।
    নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক, ম্যাট হেনরি/নাথান স্মিথ।



  • Mar 09, 2025 13:26 IST

    India vs New Zealand LIVE Cricket Score: পিচের অবস্থা কেমন?

    পাকিস্তানের পিচের তুলনায় দুবাইয়ের পিচে রান কম ওঠে। এই পিচ স্পিনারদের জন্য উপযোগী এবং শেষ ওভারে বল পুরনো ও নরম হয়ে গেলে, পাওয়ারপ্লেতে নতুন বলের তুলনায় ব্যাটিং অনেক কঠিন হয়ে যায়। তাই প্রথম ইনিংস হোক বা দ্বিতীয় ইনিংস, দলগুলো প্রথম ১০ ওভারে বল নতুন ও শক্ত থাকলেই চালিয়ে খেলার চেষ্টা করবে।



  • Mar 09, 2025 12:59 IST

    India vs New Zealand LIVE Cricket Score: ভারত ও নিউজিল্যান্ডের স্কোয়াড

    ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

    নিউজিল্যান্ড স্কোয়াড: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক, ড্যারিল মিচেল, নাথান স্মিথ, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি।



  • Mar 09, 2025 12:39 IST

    India vs New Zealand LIVE Cricket Score: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের লাইভ স্ট্রিম কোথায় দেখতে পাবেন?

    ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিওহটস্টার (JioHotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে।



  • Mar 09, 2025 12:37 IST

    India vs New Zealand LIVE Cricket Score: টিভিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখাবে?

    ভারত-নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচটি ভারতের স্টার স্পোর্টস এবং স্পোর্টস১৮ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।



  • Mar 09, 2025 12:17 IST

    India vs New Zealand LIVE Cricket Score: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কখন শুরু হবে?

    ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচটি ভারতীয় সময় দুপুর ২:৩০ নাগাদ শুরু হবে। টস হবে ভারতীয় সময় দুপুর ২ টোয়।



  • Mar 09, 2025 12:16 IST

    India vs New Zealand LIVE Cricket Score: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কোথায় হচ্ছে?

    ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ম্যাচটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে।



  • Mar 09, 2025 12:15 IST

    India vs New Zealand LIVE Cricket Score: নমস্কার! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্বাগত

    নমস্কার! ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের লাইভ কভারেজে স্বাগত। আজ দুবাইয়ে, টুর্নামেন্টের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সমস্ত লাইভ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।



cricket Champions Trophy Cricket News Indian Cricket Team New Zealand Cricket Team