Champions Trophy Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে বিরাট সুখবর ভারতের! সেরা তারকাকে না-ও পেতে পারে নিউজিল্যান্ড

New Zealand pacer Matt Henry’s injury status remains uncertain ahead of the Champions Trophy final against India: নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির ইনজুরি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তিনি কি সময়মতো সুস্থ হয়ে উঠবেন?

author-image
IE Bangla Sports Desk
New Update
New Zealand Cricket Team: নিউজিল্যান্ড ক্রিকেট দল

New Zealand Cricket Team: নিউজিল্যান্ড ক্রিকেট দল। (ছবি- ফেসবুক)

Champions Trophy Final 2025: Will Matt Henry Play Against India:চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য সুখবর। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ফাইনালে না-ও পেতে পারে, তাদের সেরা তারকা ক্রিকেটারকে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, দলের তারকা ক্রিকেটার ম্যাট  হেনরির খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। আর, সেই কারণেই তিনি রবিবার ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে পারবেন কি না, তা এখনও অস্পষ্ট। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হেনরিই। বুধবার লাহোরে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নেওয়ার সময় তিনি চোট পেয়েছেন।

Advertisment

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার হেনরির খেলার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন। কারণ ফাইনালের আগে তিন দিনের বিশ্রামের সুযোগ রয়েছে। তাছাড়া, অতীতে দেখা গিয়েছে যে চোট পাওয়ার পরও হেনরি মাঠে ফিরে বোলিং করেছেন। তবে, শুক্রবার দুবাইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড জানান, হেনরির অবস্থা এখনও অনিশ্চিত। তিনি বলেন, 'আমাদের দিক থেকে ইতিবাচক বিষয় হল, ও চোট কাটিয়ে উঠে আবার বোলিং করেছে। আমরা ওঁর কিছু স্ক্যান করিয়েছি এবং ওঁকে খেলানোর জন্য সবরকম চেষ্টা চালাব। তবে এখনই সবটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।'

২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকেই হেনরি ভারতের টপ-অর্ডারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। বিশেষ করে তাঁর গতি এবং মুভমেন্ট ভারতীয় ব্যাটারদের রীতিমতো বেকায়দায় ফেলছে। এমনকী, গ্রুপ পর্বের ম্যাচেও তিনি ভারতের পাঁচ উইকেট নিয়েছিলেন। ইনিংসের শুরুতেই হেনরির দুর্দান্ত সিম ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। গ্রুপ পর্বের খেলায় ভারত এবং নিউজিল্যান্ড ছিল একই গ্রুপে। সেই কারণে হেনরির বোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ব্যাটাররা।  

আরও পড়ুন- মওলানা বলছেন, রোজা ভেঙে পাপ করেছেন শামি, কোরান কী বলছে?

Advertisment

এই পরিস্থিতিতে প্রশ্ন হল, যদি হেনরি ফাইনালে খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় কে ভারতের বিরুদ্ধে খেলবেন? নিউজিল্যান্ড দল সূত্রে জানা গিয়েছে, হেনরি না খেললে, তাঁর জায়গায় জ্যাকব ডাফি নিউজিল্যান্ড দলে ঢুকতে পারেন। সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। আর, ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সেই হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল একই গ্রুপের দুই দল নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে হতে চলেছে। বৃহস্পতিবার লাহোর থেকে দুবাই পৌঁছানোর পর নিউজিল্যান্ডের দল শুক্রবার সকালে অনুশীলন করেনি।

cricket Champions Trophy New Zealand Cricket News New Zealand Cricket Team