A Maulana claims Mohammed Shami committed a sin by breaking his fast during a match. What does the Quran actually say about fasting and exceptions: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ক্রিকেটার মহম্মদ শামিকে দেখা গিয়েছে, এনার্জি ড্রিংকসে চুমুক দিতে। যা দেখে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সর্বভারতীয় সভাপতি মওলানা শাহাবুদ্দিন রজভি দাবি করেছেন যে, শরিয়ত মতে অপরাধ করেছেন মহম্মদ শামি। মওলানা বলেছেন, 'শামি রোজা রাখেননি। আবার জলও পান করেছেন। ওঁর এই কাজে জনগণের কাছে ভুল বার্তা গিয়েছে। রোজা না রেখে শামি পাপ করেছেন।'
মহম্মদ শামি অবশ্য রোজা পালন করছেন। কিন্তু, তিনি খেলার দিন রোজা পালন করেননি। বাকি দিনগুলোয় অবশ্য তিনি নিয়মমাফিক রোজা পালন করেছেন। এমনটাই দাবি শামির ভাইয়ের। এই ব্যাপারে মহম্মদ শামির ভাই মহম্মদ হসিব সংবাদমাধ্যমকে বলেন, 'শামি নিয়মিত রমজান পালন করেন। আর, ম্যাচের জন্য যে রোজা তিনি রাখতে পারেননি। পরে, সেটাও তিনি পালন করে নেবেন।'
প্রশ্ন হল, ইসলামিক নিয়ম কী বলছে? সেই ব্যাপারে জানিয়েছেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি। বৃহস্পতিবার তিনি বলেন, 'রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের কাছেই বাধ্যতামূলক। বিশেষ করে রমজান মাসে। যদিও আল্লাহ কোরানে পরিষ্কার উল্লেখ করেছেন যে, যদি কোনও ব্যক্তি কোথাও যান বা অসুস্থ হন, তাহলে তিনি রোজা পালন না-ও করতে পারে। মহম্মদ শামি সফরে গিয়েছেন। তাই তিনি রোজা পালনে ছাড় পেয়েছেন। কেউ ওঁর দিকে আঙুল তুলতে পারবে না। এনিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়।'
যা বলেছেন শামির কোচ
এই পরিস্থিতিতে শামির সামনে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ। দেশের হয়ে তিনি খেলতে গিয়েছেন। ভারতীয় এই পেসারের ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি। তিনি শামিকে ছোট থেকেই দেখছেন। সেই কোচ মনে করেন যে, দেশ হল সবার আগে। তিনি বলেন, 'শামি যা করেছেন, একেবারে ঠিক করেছেন। ওঁর এসব দিকে নজর দেওয়ার কোনও দরকার নেই। ওঁর উচিত এখন নজরটা ফাইনাল ম্যাচের দিকে রাখা। এসব জিনিস ভুলে যাওয়া। আপনি কোনও পাপ করেনি। আপনি যা করেছেন, দেশের জন্য করেছেন। আর, সেটাই সবার আগে।'
আরও পড়ুন- আকিব জাভেদটা পুরো জোকার! পাকিস্তানের হেড কোচের সম্মান নিয়ে টানাটানি বিশ্বসেরা অজি তারকার
যাইহোক, শামির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের অনেকেই। তাঁর বলছেন, ধর্মীয় রীতিনীতির চেয়েও শামি দেশকে অগ্রাধিকার দিয়েছেন। দেশই সবার আগে। সেই হিসেবে শামি ঠিক কাজই করেছেন।