Champions Trophy Final: Rohit Sharma loses 12th consecutive toss, equals Brian Lara's record: ভারত অধিনায়ক রোহিত শর্মার টসভাগ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বদলাল না। পুরুষদের ওয়ানডে ক্রিকেটে ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে লাগাতার হেরেই চলেছে। রবিবার, ৯ মার্চ, দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোহিতের সেই মন্দ টসভাগ্যেরই সাক্ষী হল টিম ইন্ডিয়া। টানা ১২তম টস হেরে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার টানা টস হারার রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় দলের অধিনায়ক। এব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার পাশের আসনেই বসলেন রোহিত।
রবিবার এই রেকর্ড গড়ার পর নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। স্যান্টনারের টস জেতার পর রোহিত মুখে মৃদু হাসি নিয়ে পিছু হটেন এবং নিউজিল্যান্ড অধিনায়কের সঙ্গে রবি শাস্ত্রীকে কথাবার্তা বলার জায়গা করে দেন। ভারত পুরুষদের ওয়ানডেতে টানা ১৫টি টস হেরে ইতিমধ্যে সবচেয়ে দীর্ঘ টস-হারের রেকর্ড গড়েছে। এই ব্যাপারে টিম ইন্ডিয়ার পরেই রয়েছে নেদারল্যান্ডস, যারা টানা ১১টি টস হেরেছে।
টস হারার পর রোহিত শর্মা বলেন, 'আমরা এখানে অনেকবার এসেছি, প্রথমে ব্যাটিং করেছি, প্রথমে বলও করেছি, তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করায় কোনও সমস্যা হবে বলে মনে করছি না। পিচের খুব একটা পরিবর্তন হয়নি, আমরা রান তাড়া করেও ম্যাচ জিতেছি। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আর, এই আত্মবিশ্বাস বাড়ায় আমরা টসকে ম্যাচের নির্ধারক বিষয় মনে করার থেকে দূরে সরে আসতে পেরেছি। দিনের শেষে আসল ব্যাপার হল, কতটা ভালো খেললাম সেটাই। আমরা ড্রেসিংরুমে এনিয়ে আলোচনাও করেছি— টস নিয়ে চিন্তা না-করে ভালো খেলতে হবে। এটাই আমরা করে আসছি এবং আজও সেটাই করতে হবে।' রবিবারের ফাইনালের আগে নিউজিল্যান্ড বড় ধাক্কা খেয়েছে। কারণ, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পাওয়ায় ম্যাট হেনরি ফিটনেস টেস্টে পাস করতে পারেননি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাথান স্মিথ।
আরও পড়ুন- নিউজিল্যান্ডের ৫ম উইকেটের পতন
দুই দলের একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড: উইল ইয়াং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ও’রউরকে, নাথান স্মিথ।