Advertisment

Champions Trophy opening ceremony cancelled: রোহিত নেই পাকিস্তানে, বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান

Champions Trophy opening ceremony cancelled due to Rohit Sharma: রোহিত পাকিস্তানে যাবেন না। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অধিনায়করাও থাকবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, রোহিত শর্মা

Rohit Sharma: রোহিত শর্মা। (ছবি- টুইটার)

Champions Trophy opening ceremony cancelled due to Rohit Sharma: থাকছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াও সময়মতো পৌঁছবে না। সেই কারণে বাতিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। পিসিবি উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এতদিন চুপ ছিল। আইসিসি ইভেন্টে, শুরুর আগে সমস্ত অংশগ্রহণকারী দলের অধিনায়করা প্রাক-টুর্নামেন্টের ছবি তোলার জন্য জড় হন। গত একদশক বা তারও বেশি সময় ধরে এমনটাই চলছে। তবে এবার পরিস্থিতি বদলাতে পারে। ১৯৯৬ সালের পর এবারই প্রথম পাকিস্তান আইসিসি ইভেন্ট আয়োজন করছে। নিরাপত্তার জন্য ভারত পাকিস্তানে যাবে না। বদলে, ভারতের সমস্ত ম্যাচ দুবাইয়ে হবে। ভারত যদি ফাইনালে ওঠে, তবে ফাইনালও দুবাইয়ে হবে। এতেই ভারত অধিনায়ক রোহিতের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার সংবাদমাধ্যমের খবর, রোহিত পাকিস্তানে যাবেন না। তাই অধিনায়কদের ফটোশুট এবং সংবাদ সম্মেলন সম্পূর্ণরূপে বাতিল করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Advertisment

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, '৮ জন অধিনায়কের সংবাদ সম্মেলন এবং করাচিতে অফিসিয়াল ফটোশুট সহ ঐতিহ্যবাহী প্রাক-টুর্নামেন্ট ইভেন্টগুলো বাতিল করা হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা অধিনায়কদের সম্মেলনে করাচিতে যাবেন না, জল্পনা উড়িয়ে এমনটাই জানানো হয়েছে।' প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি লাহোরে পৌঁছবে। বাংলাদেশ ও ভারত ১৫ ফেব্রুয়ারি দুবাই পৌঁছবে। আর, আফগানিস্তান ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে পৌঁছবে। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি লাহোর এবং করাচিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা পাকিস্তানেই থাকবে।

খবরে প্রকাশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত প্রস্তুতি ম্যাচগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দলই সরাসরি টুর্নামেন্টে খেলবে। এমনিতে এই ধরনের ইভেন্টের আগে প্রতিটি দল দুটি অনুশীলন ম্যাচ পায়। সেগুলোই খেলবে না ওই দুই দল। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও দলগুলো একই পথ বেছে নিয়েছিল। ভারতে লম্বা সফর শেষ করে ইংল্যান্ড টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এক সপ্তাহের বিরতি নেবে। ভারতে ইংল্যান্ডের সফর ১২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ইংল্যান্ডও তাই দীর্ঘ সফরের ধকল কমাতে সিদ্ধান্ত নিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচগুলো খেলবে না।

একইভাবে, ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর শেষ করার পর অস্ট্রেলিয়া পাকিস্তানে যাওয়ার আগে চার দিনের বিশ্রাম নেবে। এই সংক্ষিপ্ত বিরতিতে অজি খেলোয়াড়রা তাদের টুর্নামেন্ট অভিযান শুরু করার আগে পুনরায় উদ্দীপিত হওয়ার সুযোগ পাবে। সেই জন্য তারাও প্রস্তুতি ম্যাচগুলি খেলবে না।

Advertisment

আরও পড়ুন- কোহলির জন্য মৃত্যুমুখে হাজারো হাজারো ফ্যান, মাঠে নামতেই অগ্নিগর্ভ পরিস্থিতি

সংবাদমাধ্যমের প্রতিবেদনে একজন অজ্ঞাতপরিচয় আইসিসি কর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আইসিসি এবং পিসিবি উভয়ই টুর্নামেন্টের জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে আগ্রহ দেখিয়েছিল। তবে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কঠোর সময়সূচি এবং খেলোয়াড়দের কাজের চাপের জন্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন অসম্ভব বলে মনে করা হয়েছে। পিসিবিও ব্যাপারটা স্বীকার করে নিয়েছে। কোনও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের কথা তারা ঘোষণা করেনি। তবে, ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে। 

cricket pakistan Champions Trophy England Australia Cricket News
Advertisment