Virat Kohli-stampede-like situation: রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির প্রত্যাবর্তনের পর পদদলিত হওয়ার মত পরিস্থিতি তৈরি হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। রেলের বিরুদ্ধে দিল্লির ম্যাচ ছিল। বিনা মূল্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল দর্শকদের। সেই সুযোগ কেউ ছাড়তে চায়নি। দলে দলে ছাত্র থেকে প্রৌঢ়, সবাই ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেন। রঞ্জির ম্যাচ প্রায় ফাঁকা গ্যালারিতে হয়। সেখানে ম্যাচ দেখতে ১৫ হাজার দর্শক চলে এসেছিলেন। সবাই আবার কোহলির ভক্ত। এমনিতে সোশ্যাল মিডিয়ায় কোহলির ফ্যান-ফলোয়ার প্রচুর। সেটাই যেন উপচে পড়ল কোটলার স্টেডিয়ামে। যা দেখে আয়োজক দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারাও অবাক। তাঁরা আগাম ব্যবস্থা নিচ্ছেন। বৃহস্পতিবার ছিল ম্যাচের প্রথম দিন। তাতেই যা অবস্থা! পরের দিনগুলোয় ভিড় বাড়তে পারে ভেবে দিল্লি ক্রিকেট সংস্থা বিশেষ ব্যবস্থা করতে চলেছে। ঠিক হয়েছে, আরও বেশিসংখ্যক গ্যালারিতে দর্শকদের ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার এক যুগ পর কোহলি রঞ্জি খেলতে নামলেন। এই স্টেডিয়ামে দিল্লির হয়ে রঞ্জি খেলতে নামলেন ১৪ বছর পর। মধ্যের এতবছর খেলেননি, কারণ বিসিসিআইয়ের চাপ ছিল না। সম্প্রতি বিসিসিআই নির্দেশ দিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তাই কোহলিও বাধ্য হচ্ছেন, দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে। তাঁকে দেখতে বৃহস্পতিবার স্টেডিয়ামের বাইরে ছিল দর্শকদের লম্বা লাইন। মাঠেও কোহলির নাম ধরে স্লোগান উঠছিল। এক অনুরাগী তো আবার তার মধ্যে ফেন্সিং টপকে মাঠে দৌড়ে কৌহলির কাছে চলেও গিয়েছিলেন। রক্ষীরা ওই দর্শককে ধরতে দৌড়লে কোহলিই রক্ষীদের ঠেকান। ওই দর্শক মাঠে কৌহলির পা ছুঁয়ে প্রণাম করেন।
আয়োজক দিল্লি ক্রিকেট সংস্থার বিপদ বাড়িয়ে স্টেডিয়ামের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ভিড় অধৈর্য্য হয়ে ওঠে। দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) স্টেডিয়ামের ১৫ এবং ১৬ নম্বর গেট দিয়ে বিনা পয়সার দর্শকদের ঢোকাচ্ছিল। কিন্তু, সেখানে এত ভিড় হয় যে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। কমপক্ষে তিনজন পদপিষ্ট হন। তাঁদের চিকিৎসা করাতে হয়েছে। পুলিশ পরিস্থিতি সামলাতে এলে, দর্শকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যাতে পুলিশের এক বাইক ক্ষতিগস্ত হয়েছে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠিচার্জের পর ঘটনাস্থলে জুতো ও ব্যক্তিগত সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। পুলিশ অবশ্য লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন- গম্ভীর কি ধোনি-কোহলিকে পছন্দ করেন না? ইন্ডিয়া কোচের ঘনিষ্ঠের মন্তব্যে তুমুল শোরগোল
বৃহস্পতিবার অবশ্য কোহলি-ভক্তরা হতাশই হয়েছেন। তাঁরা কোহলির ব্যাটিং দেখতে এসেছিলেন। কিন্তু, দিল্লি টস জিতে বোলিং নেয়। ফলে কোহলিকেও ফিল্ডিং করতে হয়েছে। অস্ট্রেলিয়া সফরে এক ইনিংসে সেঞ্চুরি করলেও কোহলি সিরিজের বাকি ইনিংসগুলোতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আসন্ন ইংল্যান্ড সফরে ভালো খেলার চেষ্টা করবেন। যার ঝলক চলতি রঞ্জি ম্যাচে দেখতে চান তাঁর অনুরাগীরা।