Advertisment

Rashid Latif Criticizes BCCI: পাকিস্তানই বলির পাঁঠা! ভারতকে সুবিধা দিতেই ICC-কে বোমা পাকিস্তানি তারকার

Champions Trophy 2024: ফের আইসিসির দ্বৈত নীতি নিয়ে মুখ খুললেন পাক দলের প্রাক্তন কিপার রশিদ লতিফ। বলে দিলেন পাকিস্তানই বরাবর সমস্যায় পড়ছে এই নীতির জন্য।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah as ICC chairman: আইসিসিতে পাক ক্রিকেট বোর্ডের সমর্থন পাননি জয় শাহ (টুইটার)

ICC chairman Jay Shah: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও মীমাংসা হল না (টুইটার)

Rashid Latif's BCCI and scapegoat comment: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রতিদিনই নতুন নতুন আপডেট। প্রত্যেকদিনই প্লট টুইস্ট। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে অংশগ্রহণ করতে চাইছে। যাতে তীব্র বিরোধিতা করছে পাক ক্রিকেট মহল। পিসিবিও নাছোড়।

Advertisment

আদৌ কি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স।ট্রফি আয়োজিত হবে? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, "আফগান যুদ্ধ হোক বা ক্রিকেট- আমাদের বরাবর বলির পাঁঠা করা হয়। পিসিবি, এসিবি এবং আইসিসি সকলেই সমান। কেউই বিসিসিআইয়ের বিপক্ষে মুখ খুলতে পারে না। পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছে। আমরা সকলেই হাত মিলিয়ে যুদ্ধ জয়ের প্রস্তুতি করছি। তবে একমাত্র ভয় হল, ভারত যদি বয়কট করে তাহলে আমরা কোথায় দাঁড়াব?"

"আইসিসি কোনও ব্যবস্থা নেওয়ার আগে পিসিবিকে এগিয়ে আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়োজন করাই উচিত নয়।"

ভারত সরাসরি আইসিসিকে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র না পাওয়ায় পাকিস্তানে যেতে পারবে না। তারপর থেকেই এই টুর্নামেন্টের ভবিষৎ ঝুলে রয়েছে। বর্তমানে পাকিস্তানের গৃহমন্ত্রী মহসিন নকভি আবার নিজের জায়গায় অটল। কোনওভাবেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের বাইরে যেতে দেবেন না হাইব্রিড মডেলে। যা হয়েছিল গত বছর এশিয়া কাপ আয়োজনের সময়।

Advertisment

আরও পড়ুন: পাকিস্তানি হয়েও নিজেকে ভারতীয় বলে দাবি! ঝড় তুলে বড় মন্তব্য পাক ক্রিকেটারের

পাকিস্তান চাইছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিই যাতে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে আয়োজিত হয়। তবে কিছুদিন আগেই পাকিস্তানে নতুন করে সমস্যার সূত্রপাত হওয়ায় শ্রীলঙ্কা এ দল সফর বাতিল করেছে। এতে আরও বেকায়দায় পড়ে গিয়েছে পাক বোর্ড।

বুধবারই পাকিস্তানের পুলিশ প্রধান জানিয়েছেন, জেলবন্দি ইমরান খানের ১০০০ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রয়টার্স রিপোর্টে বলা হয়েছে, ইসলামাবাদ শহরের প্রাণকেন্দ্রে ইমরান খানের মুক্তির দাবিতে সরব হওয়া প্রায় হাজার সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। জানা যাচ্ছে আইসিসিও চাইছে কোনও বিতর্ক এড়িয়ে যাতে হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে সমস্ত পক্ষই খুশি থাকবে।

BCCI Pakistan Cricket Board (PCB) Champions Trophy Pakistan Cricket Team ICC Pakistan Cricket
Advertisment