Advertisment

Ex Pakistani cricketer's unique take on India: পাকিস্তানি হয়েও নিজেকে ভারতীয় বলে দাবি! ঝড় তুলে বড় মন্তব্য পাক ক্রিকেটারের

Border Gavaskar Trophy: পাকিস্তানি ক্রিকেটার নিজেকে ভারতীয় বলে দাবি করতেই ক্রিকেট মহলে ঝড়, পিছনে বিরাট কোনও ষড়যন্ত্র নাকি মনে অন্যকিছু, তা নিয়েই প্রশ্ন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan, champions trophy, ভারত বনাম পাকিস্তান

India-Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ ভারত। (ফাইল ছবি)

Pakistani cricketer on Indian connection: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ সম্প্রতি একটি টিভি টক শোতে তাঁর ভারতীয় শিকড় এবং সংযোগের কথা তুলে ধরেছেন। রশিদ লতিফ, পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার। বর্তমানে সাহসী ক্রিকেট সমালোচক হিসেবে পরিচিত। ভাইরাল এক ভিডিওতে রশিদ লতিফকে ড. নুমান নিয়াজের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেখানে রশিদ বলেছেন, তিনি ভারত ছাড়লেও ভারতের সংস্কৃতি এবং জীবনযাপনের ধরন ভোলেননি। তাঁর রক্তের রং এখনও নীল।

Advertisment

লতিফ জানিয়েছেন, তাঁর পরিবারের ৯০ শতাংশ সদস্য এখনও উত্তরপ্রদেশের সুলতানপুরে থাকেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানে যাওয়ার আগে তাঁর বাবাও উত্তরপ্রদেশের সুলতানপুরেই থাকতেন। তিনি গর্বের সঙ্গে জানিয়েছেন যে তিনি অর্ধেক ভারতীয়। আর, এখনও ভারতে তাঁর একজন ভাই থাকেন। এই ব্যাপারে রশিদের বক্তব্য, 'দেশ ছেড়ে দিয়েছি মানেই লোকজনকে ভুলে যাব, তা তো না। রং তো আমাদের নীলই থাকবে। আমার এক ভাই সুলতানপুরে থাকে। আর, আমার পরিবারের ৯০ শতাংশ সদস্য সুলতানপুরেই থাকে।'

রশিদ জানিয়েছেন, 'উত্তরপ্রদেশের লোকেরা নানাক্ষেত্রে এগিয়ে আছেন। আর, সেই কারণেই ব্রিটিশরা উত্তরপ্রদেশের নাম উচ্চপ্রদেশ দিয়েছিল। রাজনীতি, মেধা এবং গালাগালিতেও উত্তরপ্রদেশ একনম্বর। আমরা ওখানকারই। তো আমার সঙ্গে লড়তে এস না।' রশিদ এসব বললেও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে না আসা নিয়ে ভারতের বিরুদ্ধেই মন্তব্য করেছিলেন।  

আরও পড়ুন- ওঁর ১৩ বছর বয়স হয় নাকি! ভারতের কোটিপতি বালক ক্রিকেটারের বয়স নিয়ে বিস্ফোরক সন্দেহ পাকিস্তানির

Advertisment

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হতে চলেছে। ভারত সেই প্রতিযোগিতায় নিরাপত্তার কারণ এবং সীমান্ত সমস্যার জন্য অংশগ্রহণ করবে না বলেই জানিয়ে দিয়েছে। বদলে অন্য কোনও দেশে ভারতের ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে আইসিসিকে। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর, সেই বোর্ডের পাশে দাঁড়িয়েছেন রশিদ লতিফ। তবে, সম্প্রতি আইসিসির শীর্ষকর্তা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। তারপরই জানা গিয়েছে যে, দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে, সেটা ঠিক হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিলে, তারপর।

Pakistan Cricket Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team Team-India Team India Rashid Latif
Advertisment