বাইকের প্রতি একটা আলাদা টান রয়েছে মহেন্দ্র সিং ধোনির। অন্যদিকে বিরাট কোহলি ভালবাসেন স্পোর্টস কার। কিন্তু বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে দু'জনেই পরখ করে দেখলেন পাশ্চাত্যের অত্যন্ত জনপ্রিয় এক দু'চাকার যান। যার পোশাকি নাম সেগওয়ে। সেল্ফ ব্যালান্সিং স্কুটার বা হোভারবোর্ড নামেও পরিচিত এই ছোট্ট যানটি।
নিউজিল্যান্ডকে প্রথম ওয়ান-ডে ম্যাচে আট উইকেটে হারানোর পর স্বভাবতই খুশির হাওয়া বইছিল ভারতীয় দলের অন্দরমহলে। ম্যাচ শেষের পরেই ধোনি-কোহলিরা সেগওয়ের হাতছানি উপেক্ষা করতে পারলেন না। দু'জনেই ওটায় চেপে মাঠে চক্কর কাটলেন। কোহলির অভিব্যক্তিই বুঝিয়ে দিচ্ছিল যে, তিনি বেজায় খুশি হয়েছেন সেগওয়ে রাইডে। বিসিসিআই সেই ভিডিও পোস্ট করেছে।
আরও পড়ুন: সিরিজের মাঝপথেই বদলে যাচ্ছেন ভারত অধিনায়ক
সেগওয়ের আর্বিভাব ২০০১ সালে। মার্কিন মুলুকের ইঞ্জিনিয়ার ডিন কামেনের উদ্ভাবনার ফসল এটি। ইতালিতে পর্যটকদের সেগওয়ে রাইড নিতে দেখা যায়। আবার জার্মান পুলিশও ব্যবহার করে সেগওয়ের। এটি হিউম্যান ট্রান্সপোর্টার (এইচটি) বা পার্সোনল ট্রান্সপোর্টার (পিটি) হিসেবে ব্যবহৃত হয়। খেলার মাঠে ম্যাচের সরকারি সম্প্রচারকাদের ক্যামেরাপার্সনরা সেগওয়ে চেপেই বিভিন্ন অ্যাঙ্গেলে ম্যাচের ছবি তুলে থাকেন। ফলে ক্রিকেটেও সেগওয়ে আজ আর নতুন নয়। প্রযুক্তির নতুন অস্ত্র।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের মাঝপথেই ভারতীয় দলে বড় পরিবর্তন এসেছে। কিউয়িদের বিরুদ্ধে শেষ দু'টি ওয়ান-ডে ও এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজে বিরাট কোহলির সার্ভিস পাচ্ছে না টিম ইন্ডিয়া। তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাঁর পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন উঠছে রোহিতের হাতে।