/indian-express-bangla/media/media_files/2025/04/05/hXzVDh0LPpSoOM8cxFHc.jpg)
চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
Ruturaj Gaikwad Replacement: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের বিকল্প হিসেবে কোন ক্রিকেটার দলে যোগ দিচ্ছেন, তা ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। রুতুরাজের জায়গায় চেন্নাই সুপার কিংস স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সি ক্রিকেটার আয়ুশ মাহত্রে। রুতুরাজ চোট পাওয়ার কয়েকদিন আগে মিড-সিজন ট্রায়ালে আয়ুশকে ডেকে পাঠিয়ে ছিল চেন্নাই সুপার কিংস। তবে এখনই যে তাঁকে ধোনির (MS Dhoni) প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে, এমন সম্ভাবনা কিন্তু একেবারে নেই।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্য়াচের আগে দলে যোগ দেবেন আয়ুশ
ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, গত ১৩ এপ্রিল এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে রুতুরাজের জায়গায় আয়ুশকে চেন্নাই স্কোয়াডে সুযোগ দেওয়া হবে। আগামী ২০ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে। ওই রিপোর্টে আরও যোগ করা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্য়াচের আগেই আয়ুশ সিএসকে শিবিরে যোগ দিতে পারেন। চেন্নাই ম্য়ানেজমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, 'আগামী কয়েকদিনের মধ্যেই আয়ুশ চেন্নাই স্কোয়াডে যোগ দেবেন।'
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন রুতুরাজ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৩০ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্য়াচেই রুতুরাজের কনুইয়ে চোট লাগে। এরপর তিনি গত ৫ এবং ৮ এপ্রিল যথাক্রমে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন। তবে গত ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর MRI করানো হয়। সেখানেই দেখা যায়, রুতুরাজের কনুইয়ে হাড় ভেঙে গিয়েছে। এরপর গোটা টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে যান।
Dhoni Trolled: 'গ্রেটেস্ট ফিনিশার', ধোনি ব্যর্থ হতেই ভাইরাল কিং কোহলির পোস্ট
এক নজরে আয়ুশ মাহত্রের কেরিয়ার
আইপিএল অকশনে আনসোল্ডের তালিকায় পৃথ্বী শ'র নামও ছিল। কিন্তু, শেষপর্যন্ত আয়ুশকে বেছে নেওয়া হয়। মাহত্রে এখনও পর্যন্ত ৯ প্রথম শ্রেণীর ম্য়াচে ৫০৪ রান করেছেন। ইতিমধ্য়ে তিনি সর্বাধিক ১৭৬ রান করেছেন। এরমধ্যে ২ সেঞ্চুরি এবং ১ ফিফটি রয়েছে। এছাড়া লিস্ট এ ক্রিকেটে তিনি ৭ ইনিংসে ৪৫৮ রান করেছেন। এরমধ্যেও ২ সেঞ্চুরি এবং ১ ফিফটি রয়েছে।