Dhoni Trolled: 'গ্রেটেস্ট ফিনিশার', ধোনি ব্যর্থ হতেই ভাইরাল কিং কোহলির পোস্ট

MS Dhoni Batting: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের বড় রান করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তিনি ৪ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

MS Dhoni Batting: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের বড় রান করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তিনি ৪ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

author-image
Koushik Biswas
New Update
Ms Dhoni (4)

চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni: অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কামব্যাক খুব একটা সুখকর হল না। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস (CSK vs KKR)। কিন্তু, প্রথমে ব্যাট করতে নেমে একেবারে সুবিধে করতে পারল না চেন্নাইয়ের (Chennai Super Kings) ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ১০৩ রান করেছে। কলকাতার বিরুদ্ধে জয়ের জন্য এই রান আদৌ পর্যাপ্ত কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisment

চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস শুরু থেকেই স্বচ্ছন্দে ছিল না। পাঁচ ম্য়াচের মধ্যে চারটেতেই তারা হেরে গিয়েছে। এর উপরে আবার রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির হাতেই ফের নেতৃত্ব তুলে দিয়েছিল চেন্নাই সুপার কিংস ম্য়ানেজমেন্ট। ২০২৩ সালে ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। আশা ছিল, এবারও বোধহয় তেমনই কোনও মিরাকল দেখতে পাওয়া যাবে। কিন্তু, শুরুতেই যে মাহির ক্যাপ্টেন্সি এভাবে হোঁচট খাবে, তা কেউ কল্পনা করতে পারেননি।

MS Dhoni New Record: এই কারণেই তিনি 'মহাগুরু', ক্যাপ্টেন্সি ফিরে পেতেই ইতিহাসের দোরগোড়ায় ধোনি

ধোনি অধিনায়ক হওয়ার পর আরও একবার ৯ নম্বরে ব্যাট করতে নামলেন। চেন্নাই সমর্থকরা আশা করেছিলেন, দলের এই কঠিন পরিস্থিতিতে তিনি হয়ত একটু উপরের দিকে ব্যাট করতে নামবেন। কিন্তু, ৬ নম্বরে রবিচন্দ্রন অশ্বিনকে ব্যাট করতে পাঠিয়ে তিনি সবাইকে চমকে দেন। যদিও অশ্বিন আহামরি কোনও রান করতে পারেননি। 

Advertisment

CSK vs KKR Live Score, IPL 2025: ব্যাটিং ঝড় কেকেআর ব্রিগেডের, ওপেনিং জুটিতেই জয়ের দোরগোড়ায়

রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর ৯ নম্বরে ব্যাট করতে নামেন পাঁচবারের এই IPL টুর্নামেন্ট জয়ী অধিনায়ক। তখনও CSK সমর্থকরা আশা করছেন যে ২২ গজে হয়ত কোনও মাহি ম্য়াজিক দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেই সুযোগ দিলেন না সুনীল নারিন। ধোনি জ্বলে ওঠার আগেই তাঁকে LBW করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। ৪ বল খেলে মাত্র ১ রান করেন ধোনি।

Sourav Ganguly on MS Dhoni: 'ওঁকেই ক্যাপ্টেন করা উচিত!', ধোনিকে প্রশংসায় ভরিয়ে চেন্নাই শিবিরকে কী বার্তা সৌরভের?

মাহির এই ব্যাটিং ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেন। অনেকে আবার ধোনিকে কটাক্ষ করে বিভিন্ন মিম পোস্ট করতে শুরু করেছেন। ইতিমধ্যে Dhoni Devotee নামের একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসলে ২০২১ সালে ধোনির প্রশংসা করে একটি টুইট করেছিলেন বিরাট কোহলি।

MS Dhoni IPL 2025: বয়স ৪৩, তাতে কী! অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

তিনি লিখেছিলেন, 'আবারও স্বমহিমায় রাজা ফিরে এসেছেন। ক্রিকেট খেলার গ্রেটেস্ট ফিনিশার। আমি আজ রাতে নিজের আসন ছেড়ে বারংবার লাফিয়ে উঠছি।' সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকেও ট্যাগ করেছিলেন বিরাট। আর ২০২৫ সালে সেই পুরনো পোস্টটি ফের ভাইরাল হয়েছে। Dhoni Devotee নামের ওই সমর্থক লিখেছেন, এই হল আসল ফিনিশারের নমুনা!

Virat Kohli Viral Post
ভাইরাল হওয়া বিরাট কোহলির পোস্ট

 চেন্নাইকে ম্য়াচে ফেরাতে পারবেন ধোনি?

চেন্নাই সুপার কিংস যে মহেন্দ্র সিং ধোনির হাতে আরও একবার অধিনায়কত্ব তুলে দিয়েছে, তা নিয়ে অনেকেরই আপত্তি রয়েছে। চলতি মরশুমে ব্যাট হাতে একেবারে ছন্দে নেই। এমনকী, চেন্নাইয়ের গ্রাফও ক্রমশ নিম্নমুখী হতে শুরু করেছে। অনেকে তো বলছেন, ২০২৩ সালের পরই আইপিএল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা উচিত ছিল ধোনির। তিনি যে কেন আবারও ক্যাপ্টেন্সি গ্রহণ করলেন, সেটাই কেউ বুঝতে পারছেন না। যাইহোক, ম্য়াচ এখনও শেষ হয়নি। এই উইকেটে কলকাতা নাইট রাইডার্স কেমন ব্যাট করে সেটাই দেখার। উইকেটের পিছনে দাঁড়িয়ে 'চাণক্য' ধোনি আবারও ম্য়াচের রং বদলে দিতে পারবেন? কঠিন হলেও ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়।

IPL 2025 Chennai Super Kings CSK vs KKR CSK MS DHONI