Advertisment

IPL 2019: সিজনের শুরুতেই মন জয় করল ধোনির সুপার কিংস

শনিবার ম্যাচ শুরুর আগে পুলওয়ামা-কাণ্ডে নিহত জওয়ানদের পরিবারের কল্যাণার্থে চেন্নাই সুপার কিংসের তরফে চেক তুলে দেওয়া হবে সেনাবাহিনীর প্রতিনিধিদের হাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আসন্ন আইপিএল-এ তাদের প্রথম ম্যাচ থেকে পাওয়া অর্থ পুলওয়ামা কাণ্ডে নিহত জওয়ানদের পরিবারকে দান করবে চেন্নাই সুপার কিংস। সিএসকে-র ডিরেক্টর রাকেশ সিংহ বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন।

Advertisment

আগামি শনিবার, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। যে ম্যাচকে কোহলি বনাম ধোনির দ্বৈরথ হিসেবেই দেখছে ক্রিকেট মহল। বিক্রি হয়ে গিয়েছে এই হাই-ভোল্টেজ ম্যাচের সমস্ত টিকিট। এই ম্যাচ শুরুর আগে পুলওয়ামা-কাণ্ডে নিহত জওয়ানদের পরিবারের কল্যাণার্থে চেন্নাই সুপার কিংসের তরফে চেক তুলে দেওয়া হবে সেনাবাহিনীর প্রতিনিধিদের হাতে।

টিমের তরফে কে তুলে দেবেন এই চেক? কে আবার, সিএসকে-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্বয়ং! টিমের ডিরেক্টর রাকেশ জানিয়েছেন, "ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। তিনিই চেকটি তুলে দেবেন।”

আরও পড়ুন: ‘বিরাটের ভাগ্য ভালো যে ও এখনও আরসিবি-র ক্যাপ্টেন’

জানা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচের শুরুতে বাজবে মিলিটারি ব্যান্ড। আমন্ত্রিত থাকছেন সেনাবাহিনীর পদস্থ প্রতিনিধিরা। থাকবেন 'সিওএ' (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস)-এর তিন সদস্যও।

উল্লেখ্য, পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের সাহায্যে কুড়ি কোটি টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ধোনি বনাম কোহলি ম্যাচ ঘিরে উত্তেজনার আঁচে ফুটছে চেন্নাই। সেই মারকাটারি ম্যাচের প্রাক্কালে পুলওয়ামায় প্রাণ-হারানো জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল চেন্নাই সুপার কিংস।

CSK IPL Pulwama Attack
Advertisment