Messi or Ronaldo? Indian Prime Minister Narendra Modi Picks His Favorite in the GOAT Debate: বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা মেসি ও রোনাল্ডোর মধ্যে কে সেরা, তা নিয়ে সমর্থকদের মধ্যে দলাদলি কম নেই। তাঁদের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে কম ফুটবল ভক্ত নন, এবার সেটা তিনি নিজেই স্পষ্ট করে দিলেন। মার্কিন পডকাস্টার তথা এআই গবেষক লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না মেসি- কাকে বেশি পছন্দ করেন।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের বিভিন্ন অঞ্চলে ফুটবলের সংস্কৃতি রয়েছে। আমাদের মহিলা ফুটবল দলও খুব ভালো খেলছে। পুরুষ দলও কম যাচ্ছে না। ১৯৮০-র দশকে, ফুটবল জগতে একজনই সেরা ছিলেন। তিনি হলেন মারাদোনা। তিনিই ছিলেন নায়ক। আর, আজকের প্রজন্মকে জিজ্ঞাসা করলে তাঁরা কিন্তু সেই জায়গায় অন্য একজন, লিওনেল মেসির নাম বলবে।'
দুই ফুটবল তারকার মধ্যে কে সেরা, সেই প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ৪০তম জন্মদিনের আগে বলেছিলেন, 'আমিই সেরা। মন থেকে বলছি। পরিসংখ্যানই বলবে। হেড, ফ্রি-কিক, বাঁ পায়ে গোল- সব দিক থেকে আমি এগিয়ে। বাঁ পায়ের ফুটবলার না হয়েও, বিশ্বের সেরা ১০ বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে আমার নাম আছে। মেসি, পেলে, মারাদোনাদের যাঁরা পছন্দ করেন, তাঁদের প্রতি সম্মান রেখেই বলছি, সব দিক থেকেই আমি সমান দক্ষ। অন্য কেউ সেটা না। তাই নিজের সঙ্গে এই মুহূর্তে আর কাউকে এক আসনে বসাতে পারছি না।'
তবে, রোনাল্ডো যাই বলুন না কেন, মেসির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা দুর্বলতা থাকারই কথা। কারণ, মেসি ভারতে আসছেন। আগামী বছরের জানুয়ারিতে তিন দিনের জন্য কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপার। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি একটি জার্সি সই করে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সই করা জার্সি পাঠিয়েছেন। একইসঙ্গে আইএসএল লিগ-শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়েন্টকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।
আরও পড়ুন- কৃতী ইঞ্জিনিয়ার, এখন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়! অলিম্পিক জিততে চায় মালবিকা
ফলে, ভারতের সঙ্গে মেসির সম্পর্কটা বেশ ভালো। তবে শুধু ভারতই নয়। সফরে বাংলাদেশ-সহ এশিয়ার অন্যান্য দেশেও যেতে পারেন কিংবদন্তি আর্জেন্তিনীয় ফুটবলার। ফলে, বলতে গেলে গোটা দক্ষিণ এশিয়ায় আগামী ফুটবল বিশ্বকাপে আর্জেন্তিনার সমর্থকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে মেসির এই সফরের পরই।