Advertisment

পূজারার বেতন বাড়ানো নিয়ে উঠছে প্রশ্ন, কিন্তু কেন!

যদিও পূজারাকে এ থেকে এ প্লাসে আনার ক্ষেত্রে প্রশ্নচিহ্ণ থেকে যাচ্ছে। অনেকের মতে এ প্লাসে সেসব ক্রিকেটাররাই থাকবেন যাঁরা দেশের হয়ে তিনটে ফর্ম্যাটেই নিয়মিত। সেক্ষেত্রে পূজারা শুধুমাত্র টেস্ট স্পেশালিস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Cheteshwar Pujara

বেতন বাড়তে চলেছে পূজারার (ছবি-টুইটার/পূজারা)

অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ পারফর্ম করেছেন চেতেশ্বর পূজারা। ইতিমধ্যেই অনেকে বলতে শুরু করে দিয়েছেন, রাহুল দ্রাবিড়ের সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যানই ভারতীয় দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’। কোহলির দলের ভরসামান এই যোদ্ধার বেতন বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই।

Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে পূজারাই সর্বোচ্চ স্কোরার। তিনটে সেঞ্চুরির সৌজন্যে সাত ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৫২১ রান। অজিদের বিরুদ্ধে পূজারার এই পারফরম্যান্সই বোর্ড কর্তাদের তাঁর বেতন বাড়ানোর কথা ভাবিয়েছে।

আরও পড়ুন: পূজারা-পন্থের সেঞ্চুরি, রেকর্ড রানের পাহাড় অস্ট্রেলিয়ার মাথায়

বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা চারটি ক্যাটাগরিতে বিভক্ত। এ প্লাস, এ, বি ও সি। এ প্লাসে রয়েছেন ক্যাপ্টেন কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমাররা। যারা বোর্ডের থেকে বছরে সাত কোটি টাকা করে পান। এ, বি ও সি ক্যাটাগরির ক্রিকেটাররা যথাক্রমে পাঁচ, তিন ও এক কোটি টাকা করে পেয়ে থাকেন। পূজারা রয়েছেন এ ক্যাটাগরিতে। পূজারাকে এ প্লাসে আনার কথাই ভাবছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)।

বিসিসিআই-এর এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “পূজারার অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতির প্রয়োজন। সিওএ প্রধান বিনোদ রাই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলে দেখবেন। এখন দেখতে হবে যে এ প্লাসে থাকার জন্য সব ফর্ম্যাট স্পেশালিস্ট হওয়া বাধ্যতামূলক কি না! পূজারার উত্তরণ তরুণদের কাছে একটা বার্তা পৌঁছে দেবে। তারা বুঝতে পারবে যে, টেস্ট ক্রিকেটই সবার আগে প্রাধান্য পাবে।”

যদিও পূজারাকে এ থেকে এ প্লাসে আনার ক্ষেত্রে প্রশ্নচিহ্ণ থেকে যাচ্ছে। অনেকের মতে এ প্লাসে সেসব ক্রিকেটাররাই থাকবেন যাঁরা দেশের হয়ে তিনটে ফর্ম্যাটেই নিয়মিত। সেক্ষেত্রে পূজারা শুধুমাত্র টেস্ট স্পেশালিস্ট। তিনি ওয়ান-ডে ও টি-২০ খেলেন না। অন্যদিকে শিখর ধাওয়ান এখন আর টেস্ট দলে নিয়মিত নন। পৃথ্বী শ, ময়ঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুলরা উঠে আসছেন।

cricket India BCCI Cricket Australia
Advertisment