Cheteshwar Pujara: ৭ টেস্ট ম্য়াচে ব্যর্থ ৫ ক্রিকেটার, পূজারার বিকল্প আজও পেল না টিম ইন্ডিয়া?

Cheteshwar Pujara Replacement: গত ২ বছর ধরে টিম ইন্ডিয়া তিন নম্বর জায়গার জন্য একজন ঠিকঠাক ব্য়াটার খুঁজে যাচ্ছে। রাহুল দ্রাবিড়ের পর পূজারা টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু, চেতেশ্বরের বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

Cheteshwar Pujara Replacement: গত ২ বছর ধরে টিম ইন্ডিয়া তিন নম্বর জায়গার জন্য একজন ঠিকঠাক ব্য়াটার খুঁজে যাচ্ছে। রাহুল দ্রাবিড়ের পর পূজারা টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু, চেতেশ্বরের বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cheteshwar Pujara

টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara Replacement: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বর্তমানে একটা বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে। আর সেকারণেই গত ২ বছর ধরে টিম ইন্ডিয়া তিন নম্বর জায়গার জন্য একজন ঠিকঠাক ব্য়াটার খুঁজে যাচ্ছে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর পূজারা টিম ইন্ডিয়ার (IND vs ENG 2nd Test Match) দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু, চেতেশ্বরের বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত সাতটি টেস্ট ম্য়াচে এই তিন নম্বর জায়গায় মোট পাঁচজন ব্যাটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। কিন্তু, কেউই শেষ পর্যন্ত সাফল্য অর্জন করতে পারেননি। আর সেকারণেই এবার অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ চাপে পড়ে গিয়েছেন।

Advertisment

এখনও পাওয়া যায়নি পূজারার বিকল্প

ভারতীয় ক্রিকেট দল গত ৭ টেস্ট ম্য়াচে মোট ৫ ব্যাটারকে এই ৩ নম্বর জায়গায় সুযোগ দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে দেবদত্ত পাডিক্কলকে সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্য়াচে শুভমান গিল এই ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। চতুর্থ টেস্ট ম্য়াচে এই নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল কেএল রাহুলকে। পরের টেস্ট ম্য়াচে ফের বদল! আবারও ৩ নম্বরে ফিরিয়ে আনা হয় শুভমান গিলকে। এই তিনজন ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়াকে যথেষ্ট হতাশ করেছিলেন। আর সেকারণেই ইংল্যান্ড সফরে এই তিন নম্বর জায়গা নিয়ে ফের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটে টিম ইন্ডিয়া।

IND vs ENG 2nd Test Updates: ভারত-ইংল্যান্ড ম্যাচে 'ধুন্ধুমার', আর একটু হলেই...

Advertisment

ইংল্যান্ড সফরে ২ ক্রিকেটারকে দেওয়া হয়েছে সুযোগ

চলতি ইংল্য়ান্ড সফরের প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার তিন নম্বর জায়গায় ব্যাট করতে নেমেছিলেন সাই সুদর্শন। অভিষেক টেস্ট ম্য়াচে সুদর্শন খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। আর সেকারণেই দ্বিতীয় টেস্ট ম্য়াচে এই জায়গায় সুযোগ দেওয়া হয় করুণ নায়ারকে। নায়ারও প্রথম ইনিংসে মাত্র ৩১ রান করে আউট হয়ে যান। এবার দ্বিতীয় ইনিংসে তিনি বড় রান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। নাহলে আরও একটা পরিবর্তন হয়ত দেখা যেতে পারে। নিজের ভিত শক্ত করার জন্য় দ্বিতীয় ইনিংসে নজরকাড়া পারফরম্য়ান্স করতেই হবে করুণকে। নাহলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে দ্রুত চেতেশ্বর পূজারার বিকল্প খুঁজতে হবে।

Gautam Gambhir Indian Cricket Team Shubman Gill Cheteshwar Pujara IND vs ENG 2nd Test Match