Yashasvi Jaiswal: ভারত বনাম ইংল্য়ান্ড (India vs England) চলতি টেস্ট সিরিজে আরও একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রান করে তিনি আউট হল। ভারতের অপর ওপেনার কেএল রাহুল মাত্র ২ রানে আউট হওয়ার পর জয়সওয়ালের উইকেটে টিকে থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আর সেটাই করেছেন তিনি। নজরকাড়া একটি শতরান করে টিম ইন্ডিয়াকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। তবে যশস্বী ব্যাট করার সময় ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) কার্যত পায়ে পা জড়িয়ে ঝগড়া করতে আসেন। চোখের নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে এজবাস্টনের পরিস্থিতি। ঠিক কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
এজবাস্টনে কেএল রাহুল দ্রুত নিজের উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, যশস্বীর ব্যাটে ভারতীয় ক্রিকেট শিবিরে একটা স্বস্তির আবহ তৈরি হয়। দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে ক্রিস ওকস তাঁকে কিছুটা সমস্যায় ফেলেছিলেন। তবে সময় যত এগোতে থাকে, যশস্বী নিজের ভিতটা শক্ত করতে থাকেন।
Jasprit Bumrah Rested: গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার
আর পায়ের তলার মাটি শক্ত হওয়ার পরই ইংল্যান্ডের বাকি বোলারদের তিনি কচুকাটা করতে শুরু করেছিলেন। এই সময় যশস্বীকে যোগ্য সঙ্গত দেন করুণ নায়ার। এই ম্য়াচে করুণ ৩ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। কারণ সাই সুদর্শনকে দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। যাইহোক, যশস্বী এবং করুণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে।
IND vs England 2nd Test Playing 11: আশঙ্কাই হল সত্যি! এই ৩ ক্রিকেটারকে শেষমেশ বাদ দিল টিম ইন্ডিয়া
লাঞ্চ ব্রেকের খানিকক্ষণ আগে ইংল্যান্ড ক্রিকেট দল অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। ঠিক সেইসময় ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে বেশ 'গরমা-গরম' কথাবার্তা শুনতে পাওয়া যায়। যশস্বী একটা সিঙ্গল চুরি করতেই স্টোকস তাঁকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন।
দেখে নিন ভিডিও:
যদিও স্টোকসের এই উত্যক্ত করার যাবতীয় চেষ্টাই বৃথা হয়ে যায়। কারণ জয়সওয়ালের ব্যাটিংয়ে তার কোনও প্রভাব দেখতে পাওয়া যায় না। এজবাস্টন টেস্টের প্রথম সেশনেই তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি করে স্টোকসকে যোগ্য জবাব দিয়ে দেন। শেষপর্যন্ত ১০৭ বলে ৮৭ রান করে তাঁকে থামতে হয়েছে। ইতিমধ্যে ১৩ চার হাঁকিয়েছেন তিনি। দুঃখের বিষয় সেই স্টোকসের বলেই তিনি ব্রিটিশ উইকেটকিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। চা-পানের বিরতিতে ভারত ৩ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে।