Advertisment

সিডনির বোর্ডে পূজারা-পন্থের স্বাক্ষর

ম্যাচের পর পূজারা-পন্থ সিডনির বিশেষ বোর্ডে (হনার্স বোর্ডে) স্বাক্ষর করে আসেন। সিডনির মাঠে টেস্ট সেঞ্চুরিকারীদের স্বাক্ষর রয়েছে এই বোর্ডে। সেই তালিকায় নবতম সংযোজন পূজারা-পন্থ।

author-image
IE Bangla Web Desk
New Update
Cheteshwar Pujara, Rishabh Pant Sign Honours Board At The Sydney

সিডনির বোর্ডে পন্থ-পূজারার স্বাক্ষর (ছবি টুইটার/বিসিসিআই)

সিডনি টেস্টে চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থের ঝকঝকে সেঞ্চুরিতে ভারত চালকের আসনে। শুক্রবার এই টেস্টের দ্বিতীয় দিনে পূজারা করেন ১৯৩ রান। পন্থের ব্যাট থেকে আসে অপরাজিত ১৫৯ রান। পূজারা-পন্থের সৌজন্যে ভারত সাত উইকেট হারিয়ে ৬২২ রানে ডিক্লেয়ার করে প্রথম ইনিংস।

Advertisment

শনিবার অর্থাৎ তৃতীয় দিন বৃষ্টির জন্য প্রায় ১৬.৩ ওভার কম খেলা হয়। খারাপ আবহাওয়ার জন্য আগেই দিনের খেলা শেষ হয়। ম্যাচের পর পূজারা-পন্থ সিডনির বিশেষ বোর্ডে (অনার্স বোর্ডে) স্বাক্ষর করে আসেন। সিডনির মাঠে টেস্ট সেঞ্চুরিকারীদের স্বাক্ষর রয়েছে এই বোর্ডে। সেই তালিকায় নবতম সংযোজন পূজারা-পন্থ।

আরও পড়ুন: পূজারা-পন্থের সেঞ্চুরি, রেকর্ড রানের পাহাড় অস্ট্রেলিয়ার মাথায়

Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে পূজারাই এখনও সর্বোচ্চ স্কোরার। তিনটে সেঞ্চুরির সৌজন্যে সাত ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৫২১ রান। অন্যদিকে পন্থ প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি সেঞ্চুরি করার নজির গড়েছেন। উপা মহাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে একক টেস্টে সিরিজে ২০০-র বেশি রান করে ২০টি ক্যাচ তালুবন্দিও করেছেন তিনি।

তৃতীয় দিনের শেষে ৩৮৬ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে আর চার উইকেট। ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও প্যাট কামিন্স (২৫)। এই ম্যাচের রাশ এখনও ভারতের হাতেই। টেস্টে ঘুরে দাঁড়াতে পেইনদের হাতে রয়েছে আরও দু'দিন।

India BCCI
Advertisment