Advertisment

পিচ পুজো করে বিতর্কে জাতীয় দলের নির্বাচক প্রধান

ম্যাচ শুরুর আগে প্রসাদ ও কিউরেটরকে পিচ পুজো করতে দেখা যায়। যদিও অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফি-বছরই নয়া মরসুম শুরুর আগে পিচ পুজো করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
MSK Prasad

এই সেই বিতর্তিক মুহূর্ত (ছবি টুইটার)

ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজে বিতর্কে জড়ালেন এমএসকে প্রসাদ। জাতীয় দলের প্রধান নির্বাচক পিচ পুজো করেই বিপাকে পড়লেন।বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএস রাজাশেখরা রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। এদিন ম্যাচ শুরুর আগে প্রসাদ ও কিউরেটরকে পিচ পুজো করতে দেখা যায়। যদিও অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফি-বছরই নয়া মরসুম শুরুর আগে পিচ পুজো করা হয়। কিন্তু এই প্রথম ম্যাচের দিন করা হল। এর ফলেই বিতর্ক তৈরি হয়েছে।

Advertisment

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার জিজেজে রাজু একহাত নিয়েছেন প্রসাদকে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বললেন, “প্রসাদ কী করে এরকম একটা কাজ করতে পারল! ও জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান। ওই পদে থেকে এরকম কাজ মানায় না। আসলে ক্রিকেটের শিক্ষা নেই যাদের,  তাদের এরকম পদ আনলে এটাই হয়। খেলাটা ধর্ম নিরপেক্ষ। এরকম কুসংস্কারের চিত্র ফুটে ওঠা মোটেই কাম্য় নয়। অত্যন্ত লজ্জাজনক। খেলোয়াড়দের দক্ষতায় হার-জিত নির্ভর করে। ভগবান এসে সাহায্য করবে না। এরকম সস্তার গিমিক করে নিজেদেরকেই বোকা বানাচ্ছি আমরা। বিসিসিআই-এর এটা দেখা উচিত যেন ভবিষ্য়তে এরকম কোনও ঘটনা না-ঘটে।"

আরও পড়ুন: বাদ পড়লেন ধোনি, টুইটারে উঠল ঝড়

বিশাখাপত্তনমে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি  ১২৯ বলে অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলেছিলেন। এবং সেদিনই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০০০ রান পূরণ করেছিলেন কোহলি। যদিও ম্যাচটি টাই হয়ে গিয়েছিল। গুয়াহাটির পর ফের বিশাখাপত্তনমেও সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলি। কেরিয়ারের ৩৭ তম সেঞ্চুরি চলে এসেছে তাঁর ঝুলিতে। যে ফর্মে কোহলি খেলছেন তাতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন তিনি। সে দিন আর বেশি দূরে নেই। কোহলির থেকে এই সিরিজের বাকি ম্যাচেও ঝড় প্রত্যাশিত। 

Advertisment