Advertisment

কেরিয়ারের মাইলস্টোন ম্য়াচে নামছেন গেইল, লারাকে টপকে ইতিহাস লেখার দোরগোড়ায় তিনি

Chris Gayle 300 ODIs: গত বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামেই ইতিহাস লিখতে পারতেন ক্রিস গেইল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি ওয়ান-ডে সিরিজের প্রথম ম্য়াচেই গেইলের কাছে সুযোগ ছিল কিংবদন্তি ক্য়ারিবিয়ান ব্রায়ান চার্লস লারাকে টপকে যাওয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Chris Gayle tops Brian Lara interms of ODI runs and matches

লারাকে সরিয়ে এখন সাম্রাজ্য় গেইলের, ক্য়ারিবিয়ান দৈত্য়কে কুর্নিশ ওয়েস্ট ইন্ডিজের

Chris Gayle 300 ODIs: গত বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামেই ইতিহাস লিখতে পারতেন ক্রিস গেইল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি ওয়ান-ডে সিরিজের প্রথম ম্য়াচেই গেইলের কাছে সুযোগ ছিল কিংবদন্তি ক্য়ারিবিয়ান ব্রায়ান চার্লস লারাকে টপকে যাওয়ার।

Advertisment

কিন্তু বৃষ্টিতে পরিত্য়ক্ত ম্য়াচে গেইল ৩১ বল খেলে মাত্র চার রান করেই কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান। রবিবার অর্থাৎ আজ গেইলের সামনে ফের একবার সুযোগ রয়েছে লারাকে টপকে তাঁর দেশের সর্বোচ্চ ওয়ান-ডে রান সংগ্রাহক হয়ে যাওয়ার।

 আরও পড়ুন: শেষবার টেস্ট খেলতে চেয়েছিলেন গেইল, আবেগের মূল্য় দিল না ওয়েস্ট ইন্ডিজ

এদিন পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে গেইলের প্রয়োজন আর ৯ রান। তাহলেই লারার করা ১০,৪০৫ রান টপকে যাবেন গেইল। ঘটনাচক্রে আজ গেইল মাঠে নামলেই লারার আরেকটি রেকর্ডও ভেঙে দেবেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনও ক্রিকেটার ৩০০টি ওয়ান-ডে ম্য়াচ খেলেননি। একমাত্র লারাই খেলেছেন ২৯৯টি ম্য়াচ। গেইল আজ তাঁর ৩০০ নম্বর ওয়ান-ডে ম্য়াচে নামতে চলেছেন।গেইল ২১ নম্বর ক্রিকেটার হিসেবে ওয়ান-ডে সংস্করণে ৩০০ নম্বর ম্য়াচ খেলার রেকর্ড করবেন।

গত ম্য়াচে গেইল একটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়ে ছিলেন। ক্য়ারিবিয়ান দৈত্য় জীবনের ২৯৯ নম্বর ওয়ানডে ম্য়াচে কেরিয়ারের সবচেয়ে মন্থরতম (২৫ বা তার বেশি বল খেলে) ইনিংস খেলেছিলেন। যদিও গেইল এবং তাঁর ফ্য়ানেরা চাইবেন এই ম্য়াচে গেইল বড় রানের দেখা পাক। কারণ সম্ভবত এর পরের ওয়ান-ডে ম্য়াচ খেলেই গেইল আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলবেন। ফলে শেষটা তিনি মধুরই করতে চাইবেন।

cricket Chris Gayle ICC
Advertisment