Advertisment

ছক্কায় শুরু, ছক্কায় ফিফটি! গেইলের সাত ছক্কায় খতম অস্ট্রেলিয়া, দেখুন ভিডিও

Chris Gayle T20 world record at Aus vs WI t20 match: ব্যাট হাতে ধুন্ধুমার কান্ড ক্রিস গেইলের। গেইল ঝড়েই উড়ে গেল অস্ট্রেলিয়া। টানা তিনটে ম্যাচ হেরে সিরিজ খোয়াল অজিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সেই গেইল। আর সেই চার-ছয়ের বন্যা! এতেই কার্যত উড়ে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০-তে গেইল একাই ব্লকবাস্টার! গেইলের ৩৮ বলে ৬৭ রানের ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ অজিদের ছয় উইকেটে হারিয়ে দিল।

Advertisment

সিরিজের প্রথম দু-টো টি২০-তে আগেই জিতে গিয়েছিল ক্যারিবিয়ানরা। টানা তিন নম্বর ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও দখল করে ফেলল সোমবার। অস্ট্রেলিয়ার ১৪১/৬ তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩১ বল হাতে নিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ২৭ বলে ৩২ রান করা নিকোলাস পুরান দলের হয়ে উইনিং শট হাঁকান।

আরো পড়ুন: ৩০০ কোটিতে এবার রুপোলি পর্দায় সৌরভ! মহারাজ নিজেই জানালেন পর্দার ‘দাদা’ কে

তবে সেন্ট লুসিয়ার মাঠে কেবলই গেইলের তান্ডব। ৪১ বছরের ক্যারিবীয় তারকা সাতটা ছয়ের পাশাপাশি চারটে বাউন্ডারিও হাঁকান। ২০১৬-য় ইংল্যান্ডের বিরুদ্ধে মার্চে শেষবার হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। তারপর দীর্ঘ পাঁচ বছর পর টি২০-তে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি।

নিজেদের ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই ব্যাট হাতে আক্রমণ শুরু করেন গেইল। জোশ হ্যাজেলউডের ওভারে একটা ছক্কা এবং তিনটে বাউন্ডারি হাঁকান। সেটাই শুরু গেইলের ছক্কা-কাহিনীর। তারপরের ওভারেই জাম্পার বলে টানা তিনটে ছয়। তখনই বিশ্বের প্রথম টি২০ ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করে নেন। ১১ ওভারেই নিজের অর্ধশতরান পূর্ণ কর নেন তিনি। 'বস' স্টিকার লেখা ব্যাট তুলে ধরেন তিনি। ছক্কা দিয়ে ইনিংসের সূচনা করে হাফসেঞ্চুরি করেন ছক্কা হাঁকিয়ে।

ম্যাচ সেরার সম্মান পেয়ে গেল জানালেন, তাঁর পরিসংখ্যান নয়, তাঁর ব্যাটিং যেন দর্শকরা স্রেফ উপভোগ করে যান। "বেশ কিছুদিন ব্যাট হাতে সমস্যায় পড়ছিলাম। তবে এদিন রান পাওয়া বেশ তৃপ্তিদায়ক।" তিনি জানালেন, আপাতত তাঁর ফোকাস টি২০ বিশ্বকাপে। যখন তার বয়স দাঁড়াবে ৪২। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছিল যথাক্রমে ১৮ এবং ৫৬ রানে।

এদিন ফিঞ্চ (৩১ বলে ৩০), ম্যাথু ওয়েড (১৬ বলে ২৩), মোজেস হেনরিকস (৩৩) আগার (২৪) ব্যাট হাতে ভাল শুরু করলেও বড় স্কোরে নিয়ে যেতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা হেডেন ওয়েলশ জুনিয়রকে এদিন ওয়েস্ট ইন্ডিজ নিয়েছিল। তিনিই এদিন জোড়া উইকেট নিয়ে অজিদের ব্যাটিংয়ে লাগাম দেন। ওবেদ ম্যাকয়, ডোয়েন ব্র্যাভো এবং ফ্যাবিয়েন এলেন প্রত্যেকে একটি করে উইকেট নেন। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket West Indies Chris Gayle Cricket News Cricket Australia Sports News Australia
Advertisment