মঙ্গলবারই করোনার প্রথম ডোজ নিলেন কেকেআরের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। বর্ষীয়ান তারকা এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেন। তবে এতেই বিপত্তি। ক্রিস লিন সরাসরি বিব্রতকর অবস্থায় ফেলে দেন তাঁকে।
কার্তিকের টুইটের নিচেই ক্রিস লিন বলে দেন, "অন্তত প্যান্টটা পরে নিতে পারতে।" জলপাই রঙের মিলিটারি প্যান্ট পরেই টিকা কেন্দ্রে এসেছিলেন কার্তিক। তবে ক্রিস লিন মজা করে সেই প্যান্ট নিয়েই ট্রোল করে বসেন। কার্তিকও রসিকতার সঙ্গে পাল্টা লিন-কে রিপ্লাই দেন, "ভেবেছিলাম তোমার মত শর্টস পরব। তারপরেই ভাবলাম, আমি তো মালদ্বীপে নেই! তাই এটাই পরলাম।"
আইপিএল শেষের পরেই মালদ্বীপে পাড়ি দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকাররা। সরাসরি ভারত থেকে অস্ট্রেলীয় সরকার উড়ান বন্ধ করে দেওয়ায় একপ্রস্থ বিতর্ক তৈরি হয়েছিল।
আরো পড়ুন: কোহলি-রোহিত নেই, শ্রীলঙ্কায় জাতীয় দলের ক্যাপ্টেন কে! জোর চর্চা দুই ক্রিকেটারকে ঘিরে
যাইহোক, বতর্মানে কার্তিক কেকেআর দলের অবিচ্ছেদ্য অংশ। আবার লিন মুম্বইয়ে নাম লিখিয়েছেন। তবে মুম্বইয়ে যাওয়ার আগে লিন কেকেআরে স্কোয়াডে ছিলেন। এক দলে খেলার সূত্রেই লিনের সঙ্গে কার্তিকের বন্ধুত্ব এখনো রয়ে গিয়েছে।
বোর্ডের তরফে ইতিমধ্যেই ইংল্যান্ড সফরকারী স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে যেন ক্রিকেটাররা মুম্বইয়ে পা রাখেন। কোভিশিল্ডের এস্ট্রোজেনেকা ইংল্যান্ডে সহজলভ্য হওয়ায় ইংল্যান্ড সফর চলাকালীন দ্বিতীয় ডোজ দেওয়া হবে ক্রিকেটারদের। ইতিমধ্যেই বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব কোভিডের প্রতিষেধক নিয়েছেন। মঙ্গলবারই জসপ্রীত বুমরাও নিজের ওয়ালে টিকা নেওয়ার ছবি পোস্ট করেন।
ভাইরাসের সংক্রমণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর এবার টিম ইন্ডিয়ার পরবর্তী টার্গেট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। তারপরেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন