সেরাদের একজনকে হারালো বাংলা, চুনীর মৃত্যুতে বাকরুদ্ধ মমতা

বেশ কয়েকবছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শরীরে বাসা বেঁধেছিল ডায়াবেটিস, নার্ভের সমস্যা ও প্রস্টেটের সংক্রমণ।

বেশ কয়েকবছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শরীরে বাসা বেঁধেছিল ডায়াবেটিস, নার্ভের সমস্যা ও প্রস্টেটের সংক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
চুনী গোস্বামী, চুনী গোস্বামী প্রয়াত, চুনী গোস্বামী মৃত্যু, Chuni Goswami, Chuni Goswami passes away, Chuni Goswami death

চুনী গোস্বামী।

>দুঃসময়ে একের পর এক ঢেউ। বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুর শোকের হ্যাংওভারের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবার প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামী। ২৪ ঘন্টার মধ্যেই তিন নক্ষত্রের প্রয়াণে শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল।

Advertisment

ফুটবল দুনিয়া তো বটেই চুনী গোস্বামীর প্রয়াণে চোখের জল ক্রিকেট মহলেও।

Advertisment

তাঁর নেতৃত্বে এশিয়ান গেমসে একবার চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছিল দেশ। মারদেকা কাপেও রানার্স হয় তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল। ক্লাব ফুটবলে মোহনবাগানের জার্সিতে ফুল ফুটিয়েছেন তিনি।

তবে ফুটবল দুনিয়ায় কিংবদন্তি সম্মান পেলেও ক্রিকেটেও কম ছিলেন না তিনি। প্রথম ব্যক্তি হিসাবে একই সঙ্গে একই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ১৯৭১-৭২ মরশুমে ক্রিকেটে বাংলা দলের হয়ে অভিষেক ঘটান তিনি। নেতা হিসেবে সেই মরশুমে বাংলাকে ফাইনাল অব্দি পৌঁছে দিয়েছিলেন।

আরও পড়ুন: ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত চুনী গোস্বামী

তাঁর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে বিসিসিআইও।


ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, "চুনী গোস্বামীর মৃত্যুতে শোকাহত বিসিসিআই। একজন প্রকৃত অলরাউন্ডার ছিলেন।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জোড়া টুইট, "ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামীর প্রয়াণের খবর শুনে আমি শোকস্তব্ধ। দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবল নক্ষত্র। দেশ ও বাংলাকে অনেক গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। বাংলার ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।"

Kolkata Football