Lloyd bashes idea of two-tier system: সরাসরি দুই কিংবদন্তির সংঘাত। এবার রবি শাস্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড। শাস্ত্রী প্রস্তাব দিয়েছেন, দীর্ঘদিন ধরে টেস্ট খেলিয়ে দেশগুলোকে নিয়ে আলাদা স্তর তৈরি করা হোক। তাতে টেস্ট ক্রিকেট বাঁচবে। এতে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মত দেশগুলোর মধ্যে আরও বেশি করে ম্যাচ হওয়া সম্ভব হবে। তাতে দর্শক সংখ্যাও বাড়বে বলেই শাস্ত্রী জানিয়েছিলেন। কিন্তু, লয়েড সেটা চান না। তিনি বলেছেন, 'যে সব দেশ টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পেতে লড়াই করছে, এই দ্বিস্তরীয় ব্যবস্থা তাদের জন্য ক্ষতিকারক হবে।'
এই ব্যাপারে লয়েড বলেছেন, 'আমি মনে করি যে সমস্ত দেশ টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পেতে কঠোর পরিশ্রম করছে, তারা যখন নিম্ন বিভাগে নিজেদের মধ্যে খেলবে, সেটা ওই দেশগুলোর জন্য অত্যন্ত খারাপ ব্যাপার হবে।' আইসিসির প্রাক্তন চেয়ারম্যান গ্রেগ বার্কলের পরামর্শেও প্রতিক্রিয়া জানিয়েছেন লয়েড। বার্কলে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজকে ভেঙে দেওয়া উচিত। সেখানকার বিভিন্ন রাজ্যকে আলাদা দেশ হিসেবে খেলার স্বীকৃতি দেওয়া উচিত। এই প্রসঙ্গে লয়েড বলেছেন, 'আমাদের (ওয়েস্ট ইন্ডিজের) একটি অসাধারণ ইতিহাস আছে। এখন আর্থিক পরিস্থিতির জন্য ভেঙে দেওয়ার কথা বলছেন। এটা ঠিক না।'
এই ব্যাপারে সুর চড়িয়ে লয়েড আরও বলেন, 'ভাবতে পারেন যে ওঁরা ওয়েস্ট ইন্ডিজকে ধ্বংস করার কথা বলছে। এটি অগ্রগতির রাস্তা হতে পারে না। অগ্রগতির রাস্তা হল, ওয়েস্ট ইন্ডিজ এবং অন্যান্য দলকে একই পরিমাণ অর্থ দেওয়া, যাতে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের পরিকাঠামো উন্নত করতে পারে। আরও ভালো ব্যবস্থা করতে পারে, ক্রিকেটের উন্নতি ঘটাতে পারে।' ৮০ বছরের কিংবদন্তি অধিনায়ক চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রেরও তীব্র নিন্দা করেছেন। ক্লাইভের অভিযোগ, এই চক্র সুসংগঠিতভাবে চালানো হয়নি।
আরও পড়ুন- আগে ঘরোয়া ক্রিকেট খেলুক কোহলি-রোহিত, ব্যাটিংয়ের ত্রুটি সারাতে দাওয়াই কোচের
তবে লয়েড একথা বললেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডগুলোর সহযোগিতায়, এই তিনটি দেশের মধ্যে আরও সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। সংবাদে প্রকাশ, আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ এমাসের শেষের দিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসনের সঙ্গে এব্যাপারে বৈঠক করবেন।