Advertisment

Shastri on Kohli, Rohit: আগে ঘরোয়া ক্রিকেট খেলুক কোহলি-রোহিত, ব্যাটিংয়ের ত্রুটি সারাতে দাওয়াই কোচের

Ravi Shastri on Kohli, Rohit: কোহলি সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ১৯০ রান করেছেন। রোহিত পার্থে প্রথম টেস্ট মিস করার পরে বাকি তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
kohli rohit retirement

Rohit-Kohli: ভারতীয় দলের দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারই সমালোচকদের নিশানায়। (ফাইল ছবি)

Ravi Shastri on Kohli, Rohit: কোহলি ও রোহিতের খেলায় যদি কোনও ত্রুটি থাকে, তবে ওঁদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী জানিয়েছেন, দুই ভারতীয় ক্রিকেটার আরও টেস্ট খেলবেন কি না, সেই সিদ্ধান্তটা তাঁদের ব্যাপার। একইসঙ্গে শাস্ত্রী বলেন, 'যদি ওঁদের খেলার মধ্যে কোনও ত্রুটি থাকে, তবে ওঁদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত।'

Advertisment

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অত্যন্ত খারাপ পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়ার ভুল-ত্রুটি খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছেন প্রাক্তনরা। সেই দলে শাস্ত্রীও যোগ দিয়েছেন। তিনি সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। সেই শাস্ত্রী আইসিসি রিভিউয়ে বলেছেন, 'যদি ওঁদের খেলার মধ্যে কোনও ত্রুটি থাকে, আমি মনে করি যে ওঁদের ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া উচিত। দেখতে হবে যে সেখানে ওঁরা কেমন খেলে।' 

এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'টেস্টের মত দীর্ঘসময়ের ক্রিকেট খেলতে হলে ঘরোয়া ক্রিকেট খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবেই বর্তমান প্রজন্মের সঙ্গে থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে ওঁরা তরুণ প্রজন্মের সামনে অবদান রাখতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওঁরা আরও বেশি স্পিন খেলার সুযোগ পাবে। বর্তমান ভারতীয় ব্যাটারদের রেকর্ড বলছে, তাঁরা ভালো স্পিন খেলতে পারে না। বিপক্ষে ভালো মানের স্পিনার থাকলে ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়ে।' 

Advertisment

এতেই না থেমে শাস্ত্রী বলেছেন, 'ওঁরা ভাগ্যবান যে কয়েকটি সিরিজ জিতেছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নিউজিল্যান্ড ওঁদের কীভাবে নাকানিচোবানি খাইয়েছে, সেটা সবাই দেখেছে। তাই ওঁরা অবসর নেবে কি না, সেটা আমি ওঁদের ওপর ছেড়ে দেব। একজনের বয়স ৩৬, অন্যজনের ৩৮। ওঁরা নিজেরাই বলতে পারবে, ওঁদের মধ্যে খেলার খিদে ঠিক কতটা আছে।'

আরও পড়ুন- শামির অভাবেই এই হাল, ভারতের প্রাক্তন কোচের নিশানায় রোহিতরা

কোহলি সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ১৯০ রান করেছেন। রোহিত পার্থে প্রথম টেস্ট মিস করার পরে বাকি তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন। এই দুই খেলোয়াড়ের ব্যর্থতার দাম চোকাতে হয়েছে ভারতকে। ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে বিজিটিতে হেরেছে টিম ইন্ডিয়া।

cricket Ravi Shastri Test cricket Cricket News Virat Kohli Border-Gavaskar Trophy Rohit Sharma retirement
Advertisment