এটিকে মোহনবাগানের হেড স্যার হুয়ান ফেরান্দোকে আরও বড়সড় দায়িত্ব দিল। সিনিয়র দলের হেড কোচ হয়েও তিনি এবার যুব দল বাছাইয়ের দায়িত্ব নিলেন। আগামী ২০ জুন থেকেই যুবভারতীতে এটিকে মোহনবাগানের তিনটে বয়স ভিত্তিক দলের স্কাউটিংয়ের প্রাথমিক পর্বের নির্বাচন সম্পন্ন হবে। ফেরান্দোর সহকারী বাস্তব রায় সহ অন্যান্য কোচেরা তৃণমূল পর্ব থেকে উঠে আসা ফুটবলারদের বাছাইয়ের দায়িত্ব সামলাবেন।
এটিকে মোহনবাগান গত কয়েক বছরে একাধিক যুব তারকাকে উপহার দিয়েছে। কিয়ান নাসিরি, আর্শ আনোয়ার থেকে সুনীল রাঠি, ফারদিন মোল্লার মত যুব তারকারা সিনিয়র দলে নজরকাড়া পারফর্ম করেছেন। বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকা ফেরান্দো বরাবর স্কোয়াডে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষপাতী। এবারেও একাধিক যুব ফুটবলারদের সিনিয়র দলের জার্সিতে একাধিক প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টে খেলানোর পরিকল্পনা রয়েছে স্প্যানিশ কোচের। এছাড়াও ফেডারেশনের একাধিক বয়স ভিত্তিক টুর্নামেন্টেও প্রতিশ্রুতিমান যুব তারকারা খেলবেন।
আরও পড়ুন: ‘রিমুভ ATK’, ‘ব্রেক দ্য মার্জার’ নিয়ে বড় মন্তব্য কৃষ্ণের! হঠাৎই বাগান সমর্থকদের রোষের মুখে
ফেরান্দোর সেই দর্শনে আস্থা রেখেই এবার এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাঁকে যুব ফুটবলার বাছাইয়ের দায়িত্ব দিল।
এটিকে মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বয়সভিত্তিক তিনটে যুব দলের ট্রায়াল হয়ে যুবভারতীর অনুশীলনের মাঠে। নির্দিষ্ট দিনে সকাল সাড়ে সাতটা থেকে। গোটা ট্রায়ালের তত্ত্বাবধান করবেন স্বয়ং হুয়ান ফেরান্দো এবং তাঁর কোচিং স্টাফে থাকা বাকিরা।
আরও পড়ুন: মাঠে বল গড়ানোর আগেই ক্লাব ছাড়লেন কোচ! অভিষেকের ডায়মন্ডে বেনজির বিতর্ক
অনুর্দ্ধ-১৮ দলের নির্বাচন হবে ২০-২২ জুন। একইভাবে অনুর্দ্ধ-১৫ দলের নির্বাচন হবে ২৪ থেকে ২৬ জুন। জুনের ২৮-৩০ তারিখে ট্রায়াল অনুর্দ্ধ-১৩ দলের। ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রায়ালে ইচ্ছুকদের আধার কার্ড বা বয়সের প্রমাণপত্র অবশ্যই নিয়ে আসতে হবে। নির্বাচিত হওয়ার পরে বয়স মাপক পরীক্ষায় উত্তীর্ণ হলেই সুযোগ মিলবে সংশ্লিস্ট বয়সভিত্তিক স্কোয়াডে।