Jasprit Bumrah attends coldplay concert: ক্রিস মার্টিনের বিশেষ গান জসপ্রিত বুমরাহকে উৎসর্গ, কনসার্টে উচ্ছ্বসিত মুহূর্ত ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রিত বুমরাহ দারুণ মুহূর্তের সাক্ষী হলেন। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর কনসার্টে উপস্থিত ছিলেন বুমরা। তাঁর উপস্থিতিতেই ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন তাঁকে উদ্দেশ্য করে একটি বিশেষ গান উৎসর্গ করলেন।
ঘটনাটি ঘটেছে সম্প্রতি কোল্ডপ্লে-র আহমেদাবাদের কনসার্টে, যেখানে বুমরাহ হাজির ছিলেন স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে। কনসার্ট চলাকালীন, ক্রিস মার্টিন স্টেজ থেকে বুমরাহকে লক্ষ্য করে বলে দেন, "জসপ্রীত, আমার প্রিয় ভাই, দুনিয়ার সেরা বোলার। আমরা তোমার ধ্বংসলীলা দেখতে ভালোবাসি না, কারণ তুমি আমাদের দলের বিরুদ্ধে খেলো!" এই বক্তব্য আসলে রসিকতার মোড়কে বুমরাহর অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি।
এরপর ক্রিস মার্টিন একটি জনপ্রিয় গান বুমরাহকে উৎসর্গ করে যান। যা স্টেডিয়ামে উপস্থিত হাজারো ভক্তকে অসাধারণ মুহূর্ত দুলিয়ে দেয়। বুমরাহ এবং তার স্ত্রী এই মুহূর্তটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাগ-ও করে নেন। ক্রিকেট মাঠে বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আতঙ্কস্বরূপ হলেও, ব্যক্তিগত জীবনে বুমরাহ একজন সহজ-সরল এবং সংগীতপ্রেমী মানুষ।
কোল্ডপ্লে-র কনসার্টে উপস্থিত থাকার জন্য ব্যস্ত সূচির মধ্যে থেকেও সময় বের করেন তিনি। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তদের কাছে তা রীতিমত ভাইরাল। বুমরাহ বর্তমানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূল টুর্নামেন্টের আগে তাঁর ফিট হয়ে ওঠা রীতিমত চ্যালেঞ্জের। তবে সংগীতের প্রতি তার ভালোবাসা এবং কোল্ডপ্লে-র প্রতি তার অনুরাগ এই ঘটনার মাধ্যমে নতুন করে ফুটে উঠেছে।