/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/cats-187.jpg)
কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে মহিলাদের ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
ইতিমধ্যেই কমনওয়েলথ গেমসে চানুর হাত ধরেই দেশ পেল প্রথম সোনা। ২০২২ সালের কমনওয়েলথ গেমসের এটি ভারতের তৃতীয় পদক। এর আগে পুরুষদের ৫৫ কেজি বিভাগে সংকেত সরগর রৌপ্য পদক এবং পি গুরুরাজা পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ভারতের পদক জয়ের রাস্তাকে মসৃণ করে তুলেছিল।
শনিবার কমনওয়েথ গেমসে চানু মেয়েদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে তিনি পদক জেতেন। এর আগে টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। অন্যদিকে টানা ২ ম্যাচে জয় পেল ভারতীয় মহিলা হকি দল। আগামী মঙ্গলবার তাদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা হকি দল। জোরকদমে চলছে তার প্রস্তুতি।
ঘানাকে গত শুক্রবার ৫-০ ব্যবধানে হারিয়ে জয়ের সূচনা করে। এরপর গতকাল ওয়েলসকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রবল আত্মবিশ্বাসী মহিলা হকি দল। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে মহিলাদের ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। যদিও প্রথম ম্যাচে আস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতকে।
আরও পড়ুন: <টানা ২ ম্যাচে জয়, তৃতীয় ম্যাচকেই পাখির চোখ করতে চাইছে মহিলা হকি দল>
একনজরে দেখে নেওয়া যাক আজকের ইভেন্ট-
🇮🇳 India's Day 3 schedule at #CommonwealthGames2022
India won 4 medals on Day 2
Hopefully will add many more to the tally on Day 3#weightlifting#CWG#CWG2022#B2022#BirminghamCommonwealthGames#Birmingham2022#BindyaraniDevi#CWG22#Cheer4India#MirabaiChanu@CGI_Bghmpic.twitter.com/DwtqaYjRDc— India Sports Updates (@indiasportsup) July 30, 2022
ভারত বনাম পাকিস্তান ম্যাচ আজ ৩১ জুলাই রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে। অন্যদিকে পুরুষ হকি দল ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে রুপোর পদক এনে দিলেন বিন্দ্যারানি দেবী। গতকাল ব্যাডমিন্টনে ভারত ৫-০তে শ্রীলঙ্কাকে এবং তারপর অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার কাছে টেবিল টেনিসে ভারতের পরাজয় সত্বেও মহিলা হকি দল তাদের অনবদ্য পারফমেন্সে ওয়েলসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে।