Advertisment

পাঁচ গোলে ধ্বংস প্রতিপক্ষ! চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Copa America 2019: ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের আক্রমণ। সেই আক্রমণের তোড়়ে ভেসে যায় পেরু। মাত্র ১২ মিনিটেই ব্রাজিলের হয়ে প্রথম গোল রিয়াল মাদ্রিদে খেলা ক্যাসেমিরোর।

author-image
IE Bangla Web Desk
New Update
roberto firminho

গোল করার সময়ে রবার্তো ফিরমিনহো (ফেসবুক)

কোপায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছলো ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে পেরুকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল তিতে বাহিনী। আগের ম্যাচে তিনটে গোলেই বাধা হয়ে দাঁড়িয়েছিল 'ভার' প্রযুক্তি। এদিন অবশ্য, সংশয়ের কোনও অবকাশ না রেখেই জয়। দুই অর্ধে ব্রাজিলের হয়ে গোল করে যান ক্যাসেমিরো, রবার্তো ফিরমিনহো, এভারটন, দানি আলভেজ এবং উইলিয়ান। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পা রাখছে সাম্বা ফুটবলাররা।

Advertisment

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের আক্রমণ। সেই আক্রমণের তোড়়ে ভেসে যায় পেরু। মাত্র ১২ মিনিটেই ব্রাজিলের হয়ে প্রথম গোল রিয়াল মাদ্রিদে খেলা ক্যাসেমিরোর। মারকুইনহোসের শট বার পোস্টে লেগে রিবাউন্ড করে ফিরে আসে। আনমার্কড অবস্থায় দাঁড়িয়েছিলেন ক্যাসেমিরোর। ফিরতি বলেই গোল করে যান তিনি। জাতীয় দলের জার্সিতে এটাই ক্যাসেমিরোর প্রথম গোল। সেই গোলের হ্যাংওভার কাটতে না কাটতেই দ্বিতীয় গোল ফিরমিনহোর।

আরও পড়ুন  তিনবার জালে জড়িয়েও বাতিল তিন গোল! কোপার দ্বিতীয় ম্যাচেই হতাশ করল ব্রাজিল

‘অপয়া’ সাদা জার্সিতে ঝকঝকে ফুটবল ব্রাজিলের, জ্বলে উঠলেন মেসির সতীর্থ

এক্ষেত্রে অবশ্য অনেকটাই দায়ী পেরুর গোলরক্ষক। ক্লিয়ার করতে গিয়ে তিনি সরাসরি বল তুলে দেন ফিরমিনহোর কাছে। সহজ সুযোগে গোল করে যান তিনি। প্রথমার্ধে শেষ গোল আসে এভার্টনের পা থেকে। ফিলিপ কুটিনহোর অ্যাসিস্ট থেকে ৩২ মিনিটে দারুণ গোল করেন এভার্টন।

অবশ্য়, এদিন ব্রাজিল হাফডজন গোলে জিততে পারত। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গ্যাব্রিয়েল জেসাস গোল মিস না করলে ব্রাজিল ৬-০ স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়তে পারত।

Football brazil
Advertisment