ক্লাব সতীর্থ মেসি পারেননি। তবে জাতীয় দলের জার্সিতে লুইস সুয়ারেজ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ স্মরণীয় করে রাখলেন। সুয়ারেজদের উরুগুয়ে ৪ গোলে ইকুয়েডরকে উড়িয়ে কোপা অভিযান শুরু করল। প্রথম ম্যাচেই ঝকঝকে কাভানি-সুয়ারেজ জুটি। নিজেরা একটি করে গোল করলেন। দুই অর্ধে বাকি দুই গোল নিকোলাস লোদেইরো এবং আর্তুরো মিনার আত্মঘাতী গোল। ৬ মিনিটেই উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন লোদেইরো। দারুণ এক গোল করে। এমএলএস-এর ক্লাব সিয়াটল সান্ডার্সের হয়ে খেলেন এই মিডফিল্ডার। মার্কিন ফুটবলে বেশ পরিচিত মুখ এই তারকা।
২৪ মিনিটে লোদেইরো-কেই বিশ্রীভাবে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন ইকুয়েডরের হোসে কুইনতেরো। ১০ জনে হয়ে যাওয়া ইকুয়েডরকে এর পর আর ম্যাচে ফিরতে দেয়নি উরুগুয়ে। ৩৩ মিনিটে দশ জনে হয়ে যাওয়া ইকুয়েডরের বিরুদ্ধে দর্শনীয় গোলে দ্বিতীয় গোল এনে দেন কাভানি। হাওয়ায় ভাসানো বল বাইসাইকেল কিকের মাধ্যমে গোল করে যান পিএসজি-র তারকা স্ট্রাইকার।
আরও পড়ুন
বিরতির আগে উরুগুয়ের হয়ে তৃতীয় গোল স্বয়ং সুয়ারেজের। হাফটাইমে ৩-০ এগিয়ে থাকার পরে উরুগুয়ে দ্বিতীয়ার্ধে আরও প্রেসিং ফুটবল খেলতে থাকে। ক্রমাগত চাপের ধাক্কাতেই ৭৮ মিনিটে আর্তুরো মিনা আত্মঘাতী গোল করে বসেন। প্রথম ম্যাচেই ৪-০ ব্যবধানে জিতে যাওয়ায় খুশি কোচ তাবারেজও। এদিকে, কোপায় আমন্ত্রণে খেলতে গিয়ে এশিয়ার কাতার প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ের বিরুদ্ধে।