মঙ্গলবার সকালে আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচে এরেনা প্যান্টানাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বলিভিয়ার। ভারতে নর্থ ইস্ট ইউনাইটেডে কোচিং করিয়ে যাওয়া সিজার ফারিয়াস বর্তমানে বলিভিয়ার কোচ। আইএসএলের দ্বিতীয় মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচের হট সিটে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর আগের মরশুমে শেষে ফিনিশ করা জন আব্রাহামের দলকে টুর্নামেন্টে পঞ্চম স্থানে তুলে আনেন ভেনেজুয়েলার এই কোচ। পরে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু তারকা ফুটবলারের চোট তাঁকে সমস্যায় না ফেললে আইএসেএলের চ্যাম্পিয়নশিপে তিনি রাখতে পারতেন দলকে। প্রসঙ্গত, কলকাতায় ঠিক দশ বছর আগে আর্জেন্টিনা যে প্রীতি ম্যাচ খেলেছিল বলিভিয়ার বিপক্ষে, সেই সময়েও মেসিদের বিপক্ষে প্রতিপক্ষ দলের ডাগ আউটে ছিলেন সিজার ফারিয়াস।
যাইহোক, এমনিতেই গ্রুপের সবকটি ম্যাচ হেরে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে ওঠার আগে ছিটকে গিয়েছে বলিভিয়া। গ্রুপ-বি'তে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। গত মঙ্গলবার প্যারাগুয়েকে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছিলেন মেসিরা।
আরো পড়ুন: অবসর জল্পনা উস্কে মাঠেই ‘ইঙ্গিত’ রোনাল্ডোর! হতাশায় একী করলেন মহাতারকা
তবে গ্রুপের শেষ ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কারণ প্যারাগুয়ে অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে উরুগুয়ের। আর্জেন্টিনা ড্র কিংবা হেরে বসলে শীর্ষস্থান হাতছাড়া হতে পারে।
তবে জয়ের খোঁজে মাঠে নামলেও কোচ লিওনেল স্কালোনি দুর্বল বলিভিয়ার বিপক্ষে নিজেদের রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে পারেন। সেই কারণেই বাইরে রাখা হতে পারে নিকোলাস গঞ্জালেজ, জিওভানি লো সেলসো, এজেকুয়েল প্যালাসিওসের মত তারকাকে। তবে মেসিকে বাইরে রাখেন কিনা আর্জেন্টাইন কোচ, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
বলিভিয়ার কোচ সিজার ফারিয়াসেই মাথাব্যথা বাড়িয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের ডিফেন্ডার অস্কার রিবেরা। করোনা আক্রান্ত হওয়ায় গ্রুপের জোড়া ম্যাচে খেলতে পারেননি দলের অধিনায়ক এবং জাতীয় দলের সর্বোচ্চ গোলস্কোরার মার্সেলো মোরেনো এবং জসিতো ভাকা। তবে করোনা থেকে সেরে উঠে আগের ম্যাচেই মাঠে নেমেছেন দুজন। সাসপেনশন কাটিয়ে ফিরছেন দলের তারকা স্ট্রাইকার জউমে কুয়েলার।
আরো পড়ুন: সবুজ মেরুনে কি নাম লেখাচ্ছেন সুপারস্টার মান্দজুকিচ! বিশাল আপডেট দিলেন কোচ হাবাস
আর্জেন্টিনা টানা ১৬ ম্যাচ অপরাজিত। ২০১৯-এ কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারার পরে এখনো হারেনি আর্জেন্টিনা। ভারতে কোচিং করিয়ে যাওয়া সিজার কি থামাতে পারবেন মেসিদের অজেয় থাকার রেকর্ড? সেটাই এখন দেখার।
কবে আর্জেন্টিনা বনাম বলিভিয়া (Argentina vs Bolivia) ম্যাচ?
কোপায় আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ ২৮ জুন। তবে ভারতীয় সূচি অনুযায়ী এই ম্যাচ ২৯ তারিখ।
কখন আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ শুরু হবে?
কোপায় আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৫.৩০-এ।
কোপায় আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ সোনি সিক্স চ্যানেলে (Sony Ten 2 SD & HD), Sony Six SD & HD (মালায়ালম এবং বাংলা), Sony Ten 4 SD & HD (তামিল, তেলুগু) সরাসরি সম্প্রচারিত হবে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে?
কোপায় আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ Jio TV এবং Sony Liv- এ সরাসরি দেখা যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন