Copa America 2021 Schedule, Teams, Fixtures: আগামী সপ্তাহেই বসছে লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা দখলের লড়াই। শুরুতে আর্জেন্টিনা এবং কলম্বিয়া এই টুর্নামেন্টের আয়োজক থাকলেও পরে করোনা সংক্রমণ এই দুই দেশে বেড়ে যাওয়ায় টুর্নামেন্টের আয়োজকের দায়িত্ব দেওয়া হয় ব্রাজিলকে। তবে এরমধ্যেই ব্রাজিলের একাধিক ফুটবলার এই টুর্নামেন্টে খেলার পক্ষপাতী ছিলেন না। তবে সমস্ত বিতর্ক সরিয়ে কনমেবল-এর তরফে পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হচ্ছে চলতি জুন মাসের ১৩ তারিখে। ফাইনাল হবে ১০ জুলাই। ২০১৯ এ শেষবার এই টুর্নামেন্টের আয়োজকদের দায়িত্ব পালন করেছিল ব্রাজিল। সেবার চ্যাম্পিয়নও হয় সেলেকাওরা।
নতুন যে সূচি প্রকাশ করা হয়েছে, সেখানে ব্রাজিলের চার শহরে পাঁচ স্টেডিয়ামে- রিও ডি জেনেইরোর মারকানা, এস্টাডিও নিলসন স্যান্টোস, গইয়ানিয়ার এস্টাডিও অলিম্পিকো, কুইয়াবার এরেনা পান্তানাল এবং ব্রাসিলিয়ার এস্টাডিও ন্যাশিওনালে কোপা আয়োজিত হবে।
আরো পড়ুন: শুরু হচ্ছে ইউরো কাপ! কখন, কোথায়, কীভাবে দেখবেন রোনাল্ডো-বেলদের মহারণ! জানুন একনজরে
Groups:
গ্রুপ এ: আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে
গ্রুপ বি: ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা
দুটি গ্রুপ থেকে চারটে করে মোট আটটি সেরা দল কোয়ার্টার ফাইনালের নকআউট পর্বে পৌঁছাবে। সেখান থেকে নকআউটের মাধ্যমে সেরা চারটি দল আবার সেমিফাইনাল এবং তারপরে ফাইনাল।
ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচের সূচি:
১৪ জুন: ব্রাজিল বনাম ভেনেজুয়েলা (রাত ২—৩০ মিনিট)
১৮ জুন: ব্রাজিল বনাম পেরু (ভোর ৫—৩০ মিনিট)
২৪ জুন: ব্রাজিল বনাম কলম্বিয়া ভোর ৫—৩০ মিনিট
২৮ জুন: ব্রাজিল বনাম ইকুয়েডর (রাত ২—৩০ মিনিট)
১৫ জুন: আর্জেন্টিনা বনাম চিলি (রাত ২—৩০ মিনিট)
১৯ জুন: আর্জেন্টিনা বনাম উরুগুয়ে (ভোর ৫—৩০ মিনিট)
২২ জুন: আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে (ভোর ৫—৩০ মিনিট)
২৯ জুন: আর্জেন্টিনা বনাম বলিভিয়া (ভোর ৫—৩০ মিনিট)
When and where to watch Copa America 2021 in India?
ভারতে কীভাবে কোপার লড়াই উপভোগ করা যাবে?
ভারতে পাঁচটি ভাষায় কোপার ম্যাচ সম্প্রচারিত হবে- ইংরেজি, বাংলা, তামিল, তেলুগু এবং মালয়ালম। টিভিতে সোনি টেন এবং সোনি এইচডি চ্যানেলে দেখা যাবে প্রতিটি ম্যাচ। লাইভ স্ট্রিমিংয়ের জন্য সাবস্ক্রাইব করতে হবে সোনি লাইভ এপ।
বাকি বিশ্ব:
অস্ট্রেলিয়া- অপটাস স্পোর্টস
কানাডা- ইউনিভিশন কানাডা
চীন- পিপি স্পোর্টস
পাকিস্তান- টেন স্পোর্টস
মার্কিন যুক্তরাষ্ট্র- ইউনিভিশন, ফক্স, গালাভিশন
ইংল্যান্ড- বিবিসি
মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা- বেইন স্পোর্টস
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন