করোনাভাইরাস অতিমারী (প্যানডেমিক) আতঙ্কে বাতিল হয়ে গেল ভার-দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিক সিরিজ।
বিসিসিআইয়ের এক পদস্থ কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আইপিএল পিছিয়ে যাবার পরে, এই মুহূর্তে এই সিরিজ বাতিল ছাড়া আর কিছু করার ছিল না। দেশ এখন গুরুতর প্যানডেমিকের মুখোমুখি।"
তিনি আরও বলেন, "দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা দিল্লি ফিরে আসবেন, এবং যত দ্রুত সম্ভব ফেরার বিমানে চড়বেন।"
প্রাক্তন আইপিএ চেয়ারম্যান রাজীব শুক্লাও এ খবরের কথা স্বীকার করে নিয়েছেন।
এর আগে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় ও তৃতীয় একদিনের আন্তর্জাতিক ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে।
শুক্রবার ভারতীয় দল লখনউ পৌঁছিয়েছে।
ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। সে ম্যাচে একটি বলও খেলা হয়নি। দ্বিতীয় ও তৃতীয় একদিনের আন্তর্জাতিক যথাক্রমে লখনউ (১৫ ফেব্রুয়ারি) ও কলকাতা (১৮ ফেব্রুয়ারি)-য় অনুষ্ঠিত হবার কথা ছিল।
ভারতে এখনও পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। সারা পৃথিবীতে এ সংখ্যা ১০০০০০-এর বেশি। মৃতের সংখ্যা সারা পৃথিবীতে ৫০০০ ছাড়িয়ে গিয়েছে।